পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মজীবন । 笃登

  • RS. <

হে নিরাশের আশা, কি আর বলিব ;–এই কোলাহল মধ্যে নিস্তব্ধতার বীজ বপন কর। আজ সব লোক এক প্রাণ এক আত্মা হইয়াছে, শত শত বৃক্ষ মিলিয়া ফুল ফলে পরিপূর্ণ হইয়া তোমার পবিত্র চরণে অঞ্জলি দিতেছে। আজ এই সুযোগে একটানে এই মণ্ডলীর মূল উৎপাটন করিয়া তোমার পুণ্যসরোবরতীরে স্থাপন কর । এই সমস্ত নরনারীকে লইয়া বৈকুণ্ঠের ভক্তিতীরে স্থাপন কর। যেমন জলস্রোতের নিকটে রোপিত বৃক্ষে, নিজগুণে নহে, কিন্তু সেই সিক্ত মাটার গুণে, বড় ফুল ফুটে, তেমনি তোমার পুণ্যরসসিক্ত হইয়া এই সমস্ত জীবনতরুতে তোমার গুণে উৎকৃষ্ট ফুল প্রস্ফুটিত হউক। একটা দুটা বৃক্ষ নহে, কিন্তু শত শত বৃক্ষের মিলিত ছায়া যেমন হিমালয়ের বনভূমি সুশীতল করিয়াছে, তেমনি এই মণ্ডলীর শত শত চরিত্রছায়া দ্বারা এই মণ্ডলীর সন্তাপ দূর হউক। আজ যেমন তোমাকে দেখিয়া অবাক নিস্তব্ধ, চিরদিন যেন তেমনি তোমার প্রভাব অন্তরে ধারণ করিয়া আমরা তোমার মত অব্যক্ত হই। এই আশীৰ্ব্বাদ কর, যেন সিদ্ধদিগের যে দল, আমরা তাহার পশ্চাতে বসিয়া, পরাসিদ্ধি পরামুক্তি লাভ করি। এই প্রার্থনা করিয়া, হে সিদ্ধিদাতা পিতা, সকল ভাই ভগিনী মিলিয়া তোমার চরণে বার বার নমস্কার করি।