পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ş.8 উপদেশ । আর একটা কথা—নিজ চরিত্রসম্বন্ধে কাহাকেও কিছু বলা যায় না। অন্তরের বিশ্বাস কাহারও নিকট প্রকাশ করা যায় না। সঙ্গোপন ধৰ্ম্মে তোমাদের জ্ঞান হউক, সংগোপন ভক্তিতে তোমাদের অন্তর পূর্ণ হউক, ংগুপ্ত যোগে তোমরা অবিচ্ছেদ পরমাত্মা সহবাস লাভ কর। অব্যক্ত প্রার্থনা দ্বারা তোমরা পরাসিদ্ধি লাভ কর। তোমাদের কপালে সংগুপ্ত, পবিত্র চরিত্রের জ্যোতি এমনি প্রস্ফুটিত হউক, যাহা ইহপরকালে অমলিন থাকিবে। \ হে মূলাধার, হে পরমাশ্রয়, আমাদের স্বভাবের মূল উৎপাটিত হইয়াছে । ইহাকে তোমার বৈকুণ্ঠের ক্ষেত্র হইতে অনিয়া সংসারের মাটীতে রোপণ করিয়াছি। তাই এই জীবনতরুর ধৰ্ম্মফল সংসারের কাকে ফেলিয়া দিতেছে । আমাদের ধৰ্ম্ম সংসারের আড়ম্বরসার হইয়াছে। আমাদের অন্তরের সঞ্চিত ধৰ্ম্মধন সংসারের পাপদস্থ্যর হস্তগত হইয়াছে। কিন্তু তথাপি, হে অনন্ত করুণাময়, তুমি আমাদিগকে পরিত্যাগ কর নাই। কেন বৎসর বৎসর এই মহোৎসব সংঘটন কর, কেন এই সকল শুষ্ক ভূমিতে আবার ভক্তিবারিধারা বর্ষণ কর ; কেন এই সকল অনাহারে মৃত আত্মাসকলের জন্ত তোমার অমৃতময় প্রসাদ বিতরণ কর ? যে ধৰ্ম্মঅঞ্জন শ্রীচৈতন্তের চক্ষে মাখাইয়া দিয়াছিলে, যে সংগুপ্ত পুণ্যের আলোকে শাক্যের ললাট রঞ্জিত করিয়াছিলে, যে নীরব বাণীতে ঈশার অন্তর পূর্ণ করিয়াছিলে, তাহা লইয়া তুমি আমাদের এই উৎসবক্ষেত্রে দাড়াইয়াছ। এমন শুভদিনে শুভ অবসরে তোমার নিকট কি চাহিব ? এই চাহি যে, আমাদের ধৰ্ম্মের শিকড় পৃথিবীর মাটী হইতে এক টানে উৎপাটন কর । সংসারের মাটীতে বৰ্দ্ধিত তরুতে পবিত্র চরিত্রফল ফলে না। সংসারে চরিত্রফলে পুণ্যের সুন্দর রং ধরে না ।