পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানবজীবনের মূল কোথায়? · ২৩ চারী ভৃত্যগণ তোমার হউক। গ্রেমে মিলাইয়া আমাদিগকে আর একবার অখণ্ড কর। বহু বৎসরের পরীক্ষার মধ্যে এমনি প্রাণের জীবন্ত ভাব কমিয়া গিয়াছে যে, দশ জনকে ডাকিয়া আর উপাসনা করিতে ইচ্ছা হয় না। কারণ মিলন অপেক্ষা বিচ্ছেদের যাতনা অত্যন্ত অধিক ভোগ করিয়াছি । আমরা এবার আবার তোমার আহবানে মিলিত হইয়াছি ইহা যদি সত্য হয়, তবে আমাদের এই মিলন দৃঢ় কর। সকলকে একাকার কর । তোমার সঙ্গে অমিলন ঘুচাও। বিবেকের সঙ্গে অমিলন দূর কর । তার পর সকলের সঙ্গে মিলাও । এই কয়েক দিন আমি বুঝিতে সমর্থ হইয়াছি যে, তোমার সঙ্গে অমিলন হয় নাই, বিবেকের সঙ্গে বিবাদ হয় নাই। এখন এই আশীৰ্ব্বাদ কর, আপনার মিলন লইয়া বাহিরে সকলের সঙ্গে মিলন স্থাপন করি। সকলের কাতর প্রার্থনা শ্রবণ কর, এখন সকলকে আশীৰ্ব্বাদ কর । সকলে মিলিত মস্তকে, এক হৃদয় এক প্রাণ একাত্মা হইয়া তোমার পবিত্র চরণে বার বার নমস্কার করি।