পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজানিতের প্রভাব । রবিবার, ২৫শে মাঘ, ১৮১৯ শক ; ৬ই ফেব্রুয়ারি, ১৮৯৮ খৃঃ। আমরা অজানিতের ভক্ত, অজানিতকে ভালবাসি, অজানিতকে একান্ত বিশ্বাস করি, যিনি চির অজানিত, আমরা তাহার উপাসনা করি, অজানিতের অব্যক্ত হস্তে আমরা পরিচালিত। কেন না, যে যাহা জানে তাহাতে আর বিশ্বাস করিবে কি ? যাহা জানা হইয়াছে তাহার জন্য আর নূতন আগ্রহ কি ? বিশ্বাস আমাদিগের ধৰ্ম্মপথের নেতা। বিশ্বাস অদৃপ্ত বস্তুর প্রমাণদাতা। বিশ্বাস অজানিতের প্রতি সুদৃঢ় প্রতীতি । যে যাহা জানে না তাহাই জানিবার জন্য এবং যে যাহা পায় নাই তাহাই পাইবার জন্য বিশ্বাস সহকারে অগ্রসর হইবে। বিশ্বাস সহকারে কোন বিষয় জানিবার জন্ত এবং কোন বস্তু পাইবার জন্য ব্যাকুল হইলে এবং প্রতীক্ষা করিলে তাহা জানা এবং পাওয়া হইবে সন্দেহ নাই। আমরা না জানিয়া ব্রাহ্মসমাজে আসিয়াছি। উপাস্ত দেবতাকে না দেখিয়া উপাসনাতে প্রবৃত্ত হইয়াছি। কোন অজানিত শক্তির চালনাতে জীবন আরম্ভ করিয়া সেই অজানিতের অদৃপ্ত হস্তে ব্যবহৃত হইতে হইতে এই জীবন কাটাইয়া দিলাম। আজ এই জীবনে যদি কোন দেবপ্রসাদ সঞ্চয় করিয়া থাকি, আমাদের এই জীবনে যদি কোন শান্তি ও সৌভাগ্যের লক্ষণ দেখিতে পাইয়া থাকি, তবে তাহ সেই অজানিতের কীৰ্ত্তি। না জানিয়া যাহার অন্বেষণে আমরা প্রবৃত্ত হইয়াছিলাম, আজ র্তাহারই হস্ত আমাদিগকে দৃঢ়রূপে ধরিয়াছে।