পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজানিতের প্রভাব । ९>; আমাদিগকে সরায় কাহার সাধ্য? ব্রহ্মসহবাস হইতে কে বঞ্চিত করিতে পারে? পিতার মুখ এই অনন্ত আকাশ, পিতার হস্ত এই দিক সকল । পিতার পদচ্ছায়া এই সুবিস্তীর্ণ ধরাতল। পিতার স্নেহবক্ষ কত বড় একবার ভাবিয়া দেখ। এই মহান পিতা তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিবেন। বিশ্বাস, ভক্তি, আশা, ধৈৰ্য্য ও ব্যাকুলত সহকারে এই পিতার সেবার্থ প্রস্তুত:হও । . . . . . . . . হে হরি, অজানিত তোমার প্রকাশ, অবগুণ্ঠন তোমার মূৰ্ত্তি, আমরা জানি আমাদের কম্পিত দক্ষিণহস্ত তোমার সুদৃঢ় হস্ত ধরিয়াছে। -হে অজানিত সুগভীর, আমরা তোমাকে অতি অল্পই জানিয়াছি; কিন্তু তথাপি ইহা স্বীকার করিতে বাধ্য হইতেছি যে, এত বৎসর কেৰল তোমার অদৃশু বক্ষে বাস করিয়াছি, এবং তোমারি অদৃশু হস্তে পরুি চালিত হইয়াছি। এই জানি তোমার অভিপ্রায়, এত দিন আমাদিগকে দেশে বিদেশে, বনে জঙ্গলে ভ্রমণ করাইয়াছে এবং তোমারি অভিপ্রায় নানা পল্লী ও সহর অতিক্রম করাইয়া আজ আমাদিগকে এখানে উপস্থিত করিয়াছে। তোমার হস্তস্থিত রজু ধরিয়া আকর্ষণ করিলে, আর এই যুথভ্রষ্ট মেঘদল তোমার চরণ প্রান্তে একত্র হইল। আজকার উদ্বোধন, আরাধনা প্রার্থনা তোমার প্রভাবে পূর্ণ। তোমার মঙ্গল অভিপ্রায় আজ জলন্ত ভাবে প্রকাশিত। হে মহান অনন্ত, তোমার ভিতরে আমরা মক্কা, বারাণসী শ্ৰীক্ষেত্র তীর্থে বাস করি। বল, আজ তোমার প্রকাশে এই গৃহ কি তোমার মন্দিরতুল্য মনে করিতে পারি না ? এই আশীৰ্ব্বাদ কর, এখানেই আমরা দৃঢ়রূপে দণ্ডায়মান হইয়া যেন তোমার জয় ঘোষণ। করিতে পারি } পিতা, এই চতুর্দশ বৎসর অরণ্যবাস করিয়া আমরা তোমার অজt