পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૦ উপদেশ । নিত মূৰ্ত্তি দেখিয়াছি। আজ সকল দিক হইতে তুমি আসিয়া এই অরক্ষিত মণ্ডলীকে রক্ষা কর । তোমার সকল অভিপ্রায় সিদ্ধ করিতে আমরা প্রস্তুত হই। তুমি পরম পবিত্র মুখে আজ শান্তিঃ শান্তিঃ বল। আজ আমাদের পুরাতন ভাইগণকে, আমাদের প্রিয়তম যুবক বন্ধুগণকে এবং এই প্রিয়তমা ভগিনীগণকে বিশেষ আশীৰ্ব্বাদ কর । নূতন কাজ করিতেছি বলিয়া যেন অভিমানী না হই । দশজন লোক আসিয়াছেন বলিয়া যেন অহঙ্কারে তোমাকে ভুলিয়া না যাই । লোক না আসিলেও যেন নিরাশ না হই। ধনহীন বলিয়াও যেন আমরা নিরাশ ও নিরুদ্যম ন হই। আমরা অযোগ্য অধম। আমাদের দ্বারা কিছুই হইতে পারে না। কিন্তু যখন কিছুই না জানিয়াও অজানিতের প্রভাবে এত জানিস্বাছি, সম্পূর্ণ নিঃসম্বল হইয়াও অনেক পাইয়াছি, তখন কোন বিষয়ে পশ্চাৎপদ হইতে পারি না। হে ভবভয়হারী, তুমি সকল ভয় ভঞ্জন কর। অন্তরের সমস্ত আশা ও বিশ্বাস তোমার চরণে রাখিয়া,আনন্দ, উৎসাহ সহকারে বার বার তোমাকে নমস্কার করি। :