পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ケ t উপদেশ আবশ্যক, আমার জন্যও সেইরূপ । পরম হ্যায়বান ঈশ্বর সকলের জন্য একবিধ ধৰ্ম্মের সৃষ্টি করিয়াছেন । মনুষ্য আত্মার সঙ্গেই ধৰ্ম্মের সৃষ্টি হইয়াছে । শরীরের ন্যায় আত্মা ভঙ্গুর ক্ষণস্থায়ী নয়, মৃত্যুর পরে আত্মা থাকিবে, অনন্তকাল থাকিবে, ধৰ্ম্মও থাকিবে । মনুষ্যসৃষ্টির বহু বৎসর পরে যেমম শরীর রক্ষার উপায় অন্ন জলের সৃষ্টি হয় নাই, আত্মা রক্ষার উপায় ধৰ্ম্মেরও তদ্রুপ সৃষ্টি হয় নাই । মনুষ্য কখন ধৰ্ম্মের সৃষ্টি করে নাই । তবে অনেক মহাত্মা জন্মগ্রহণ করিয়া ধৰ্ম্মের ভাব লোকের মনে জাগরুক করিয়া দিয়াছেন, এই মাত্র । ধৰ্ম্ম এক । ধৰ্ম্ম অন্তরে মনুষ্যের অন্তরই ধৰ্ম্মশাস্ত্র । অন্তরে ধৰ্ম্মজ্ঞান না থাকিলে পুস্তক পাঠ করিয়া বা কোন ধাৰ্ম্মিকের উপদেশ শ্রবণ করিয়া কেহ । ধাৰ্ম্মিক হইতে পারে না । পশুর নিকটে ধৰ্ম্মপুস্তক অধ্যয়ন কর বা উপদেশ দান কর, সে তাহ কিছুই গ্রহণ করিতে পারিবে না । কেননা তাহার অন্তরে সেই জ্ঞানের অভাব । মনুষ্যের নিকটে একখানা অশ্লীল আদিরস পুস্তক পাঠকর, সেই পুস্তককে সে কখন ধৰ্ম্ম-পুস্তক বলিবে না । কারণ তাহার