পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অম্বস্তব সম্ভব Ko S. বৈষ্ণৰ করিলেন। এক বিশ্বাসী মহাপুরুষ মহম্মদ জলন্ত শক্তিতে আরব, তুরস্ক, মিসর, পারস্য, তাতার, সমুদয় অধিকার করিলেন । ইহা যদি অসম্ভব কীৰ্ত্তি না হয় তবে আর কি ? সেদিন একটী ক্ষুদ্র ব্রাহ্মসমাজের বীজ রোপিত হইয়াছিল, তদ্বারা বঙ্গদেশ উলট্‌ পালটু হইয়া যাইতেছে । এখনও ইহা হইতে কি আশ্চৰ্য্য ব্যাপার ঘটতে পারে কে বলিবে ? দেখিলে একটি সামান্য সূত্রধর তনয়েরদ্বারা পৃথিবীর কি আশ্চৰ্য্য পরিবর্তন হইল ; এই সমস্ত দেখিয়াও কি অসম্ভব ব্যাপার সম্ভব বলিয়া মনে হয় না ? অসম্ভব সম্ভব মানিতে গিয়া প্রকৃতির চিরন্তন প্রণালীকে অতিক্রম করিও না, – প্রকৃতির নিয়ম অনতিক্রমনীয় । প্রকৃতি রক্তকে ভুগ্ধে পরিণত করেন, গোময়কে কমলে পরিণত করেন ; তাই বলিয়া তুমি রক্তকে দুগ্ধে পরিণত করিতে পার না, রৌপ্যকে স্বর্ণ করিতে পার না, যদি চেষ্টা কর সামান্ত সততা পৰ্য্যন্ত হারাইতে হইবে । প্রকৃতি ভিন্ন ভিন্ন প্রকার, নিম্ন প্রকৃতিও আছে, উচ্চ প্রকৃতিও আছে, জড়ীয় প্রকৃতিও আছে, মানসিক ও আধ্যাত্মিক প্রকৃতিও আছে। যেরূপ প্রকৃতি তার উপর তজ্জাতীয় নিয়ম খাটে, উচ্চ প্রকৃতির নিয়ম অনেক সময়ে নিম্ন প্রকৃতিকে রূপান্তর করিয়া থাকে বটে ; ইহার হেতু পরে বলিব, কিন্তু প্রায়ই