পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○レア উপদেশ সহস্ত্রের ভোজন, কোথাও বা বৃদ্ধাঙ্গুলীর উপর গোবদ্ধন গিরি ধারণ, কোথাও বা এক রাত্রি মধ্যে সপ্তস্বর্গ বিচরণ ইত্যাদি নানা অসম্ভব ঘটনার আবৃত্তি শুনা যায় । আমি আজ উনবিংশতি শতাব্দীর অন্তকালে তোমাদের দিব্যচক্ষুতে সেই সকল অনৈসর্গিক ব্যাপারের ধূলি নিক্ষেপ করিতে প্রকাশ পাইতেছি না । কিন্তু আমি বলি ধৰ্ম্মবিশ্বাস, প্রবল প্রীতি, নিৰ্ম্মল জ্ঞান এবং গৃঢ় সাধন দ্বারা জীবনের অন্তঃস্থলে এক মহাশক্তি সঞ্চার হয় যদ্বারা একদিন যাহা একান্ত অসম্ভব মনে হইত তাহা সিদ্ধ হয় । ধৰ্ম্মাদিষ্ট কার্য ভগবানের প্রীতির জন্য, লোকের হিতের জন্য পূর্ণ বিশ্বাসের সহিত আরম্ভ কর তাহা হইতে আশ্চৰ্য্য ফল ফলিবে । কালের গতি, জগতের অভাব, বিধাতার ইচ্ছা বুঝিয়া তেজের সহিত যে সংস্কারের সূত্রপাত করিবে, সহস্র দেবদূত নামিয়া তাহার সিদ্ধি বিধান করিবেন । একজনের নয়নাগ্নিতে লক্ষ জনের হৃদয় প্রদীপ্ত হয়, একজনের অসিতে অনেক জাতি বিজিত হয়, একজনের বীরত্বে সমস্ত একজাতীয় লোক বীরপুরুষ হইয় উঠে । এক নেপোলিয়নের ক্ষমতাতে ফরাশীজাতি কিনা করিল ? এক গুরুগোবিন্দ সিংহের সাহসিকতায় তাবৎ শিখজাতি সিংহ নামে আখ্যাত হইল একা শ্রীচৈতন্য বৈষ্ণব হইয়া বঙ্গ উড়িষ্যাকে