পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মবলিদান । - さ う সমুদায় ব্রাহ্মসমাজকে পবিত্র করিতে চাও, ছাগরক্তপাত করিলে কি হইবে ? নিজের রক্তপাত করিতে প্রস্তুত হও । যদি উজ্জ্বল বসনে শরীর শোভিত করিতে চাও, যদি আতর গোলাপ চন্দন লেপন করিয়া শরীরকে সুগন্ধিময় করিতে চাও, যদি অশ্ব শকট দাস দাসী দ্বারা পরিবেষ্টিত হইতে চাও, হইতে পার ; কিন্তু তাহার দ্বারা তোমার ধৰ্ম্মসাধনের সম্ভাবনা নাই, এবং ব্রাহ্মসমাজেরও বিশেষ মঙ্গলের সম্ভাবনা নাই। ঈশ্বর এমন না করুন, যেন আমাদিগের মাতারা পুত্রহীন হন, ভাৰ্য্যাগণ বিধবা হন, পুত্রকন্যাগণ পিতৃহীন হয় ; কিন্তু যদি পরম পিতার আজ্ঞা প্রতিপালন করিতে গিয়া জননীর ক্রোড় শূন্ত হয়, স্ত্রী পতিহীন হয়, গৃহমধ্যে হাহাকার ধ্বনি উত্থিত হয়, তথাপি ঈশ্বরের ধৰ্ম্ম রক্ষা করিতে হইবে, জীবনের ব্রত প্রতিপালন করিতে হইবে । পুত্র পরিবার, মাতা পিতা, গৃহ সম্পত্তির ভার । ঈশ্বরের হস্তে সমর্পণ করিয়া তাহার সত্য প্রচার করিতে উদ্যত হও, তাহার প্রদর্শিত যুদ্ধক্ষেত্রে প্রবেশ কর। তোমাদিগেরও মঙ্গল হইবে, আত্মীয় স্বজনেরও মঙ্গল হইবে, ব্রাহ্মসমাজের উন্নতি হইবে, স্বদেশের মুখোজ্জল হইবে। সকল লোকে তোমাদের বিপক্ষে অস্ত্র ধারণ করিতে পারে, বিঘ্ন বিপদের ঝটিকা তোমাদিগের শরীর আত্মার উপরে আঘাত করিতে পারে, তথাপি “সত্যমেব জয়তে” বলিয়া ঈশ্বরের কার্য্য সাধন কর । যেখানে মনুষ্য আপনার জীবন বিক্রয় করিয়া সত্যধৰ্ম্ম সঞ্চয় করে, সেখানে প্রকৃত শান্তির পথ পরিষ্কৃত হয়। যেখানে মনুষ্য ঈশ্বরাজ্ঞার অনুরোধে নিজের জীবন বলিদান দেয়, সেখানে সে অনন্ত জীবনের উৎকৃষ্ট সম্বল লাভ করে। আর যেখানে মনুষ্য কেবল সাংসারিক ও ইন্দ্রিয়স্থখে লোলুপ হইয়া শরীর মনের বীর্যক্ষয় করে, সেখানে ইহলোক পরলোক উভয় লোকেরই আশা-স্বৰ্য অস্তমিত হয়। মনোযোগের সহিত শ্রবণ কর, দুর