পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসম্ভব সম্ভব 8\ව প্রার্থনা ও ধৰ্ম্মানুশীলনের বলে আমরা সহজে নানা । প্রকার অমূল্য ধৰ্ম্মে সিদ্ধিলাভ করিতেছি । তাহাদের দৃষ্টান্তে আমরা শারীরিক প্রবৃত্তিকে বশ করিতেছি, জনসমাজকে রূপান্তরিত করিতেছি, সমস্ত জগৎকে দিন দিন একাকার দেখিতেছি । ঈশা দশটি মাত্র দুৰ্ব্বল হীন জাতীয় শিষ্য সঙ্গে লইয়া পৃথিবীকে পরাজয় করিলেন, তৎপরে কত শত পরাক্রান্ত বিশ্বাসী সংসারের উষর ক্ষেত্রে ধৰ্ম্মবীজ বপন করিয়া হৃদয়ের উষ্ণ রক্ত তাহাতে সিঞ্চন করিলেন, এবং তাহার অঙ্কুর দেখিতে না দেখিতে ধরাতল ছাড়িয়া । চলিয়া গেলেন । র্তাহারা চলিয়া গেলেন বটে ; কিন্তু র্তাহাদের অসম্ভব কীৰ্ত্তি চিরস্থায়ী হইল । র্তাহাদের পদচিন্তু পথে দেখিয়া অনেক বংশ, অনেক জাতি তুর্গম ভূমিতে উপনীত হইল, এবং যাহা অসম্ভব তাহ সম্ভব হইতে পারে এই সত্য প্রতিষ্ঠিত হইল । এই সেদিন ব্রাহ্মধৰ্ম্মজগতে একটি দেবগত প্রাণ অবতীর্ণ হইলেন, — র্তাহার নিৰ্ম্মল বিশ্বাস, বিশুদ্ধ জ্ঞান, পবিত্র বিবেক,— অপরিশ্রান্ত কাৰ্য্যকুশলতা কি না করিয়াছে ? অতএব বলি জ্ঞান, বিশ্বাস, ভক্তি, সাধনা, যাহা কিছু উত্তম বস্তু পাইয়াছ তাহা উন্নতির পথে ছাড়িয়া দাও -— অসম্ভব সম্ভব হইবে । ।