পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86・ উপদেশ আপনার স্বভাবের গভীর তত্ত্ব না পাইয়া লোকে বাহ স্বভাবের তত্ত্ব পাইল না । একের পূর্ণতাতে উভয়ের পূর্ণত হয় । একের শূন্যতাতে উভয়ে শূন্ত । অতএব প্রত্যেক জন প্রকৃতিপরায়ণপুরুষের কৰ্ত্তব্য যে জড়ে চিন্ময়কে অন্বেষণ করেন, এবং আত্মা মধ্যে বিশ্ব প্রকৃতিকে দর্শন করেন । যাহা বাহিরের দৃশ্য তাহার অভিপ্রায় আত্মার ভাবকে উদ্দীপন করা, বাহিরের উৎকৃষ্ট সামগ্ৰী হৃদয়ের উৎকৃষ্ট প্রবৃত্তিকে বিকশিত করিয়া দেয়। যদি ৷ সূৰ্য্য দেখিয়া তোমার আত্মা মহা জ্যোতিৰ্ম্ময়ের রাজ্যে প্রবেশ না করিল, যদি শতদল পদ্ম তোমার হৃদয়ে সোণার শতদল রচনা না করিল, যদি চন্দ্র দেখিয়৷ তোমার অন্তরে চিন্ময় রশ্মি প্রকাশিত না হইল, যদি যাহা কিছু বাহিরে দেখিলে তাহার অনুরূপ পদার্থ আত্মার মধ্যে না পাইলে, তবে এই বাহ্যিক দৃশ্ব বাহিরে পড়িয়া রহিল, অন্তরের ঐশ্বৰ্য্য লাভ হইল না । তুমি আর সেই সৌন্দয্যের কোন সমাচার পাইলে না, তোমার চক্ষু লাভ করা বিফল হইল । বেশ্বারাও মল্লিকাফুল তুলিয়া নিজ কবরীতে ধারণ করে, শিথিল চরিত্র ধনীরাও সুন্দর উদ্যানে নদীতীরে সন্ধ্যার সময়ে ভ্রমণ ও বায়ুসেবন করে, তাহদের সঙ্গে তোমার ভিন্নতা কিসে ? তাহদের ভাবুকতা ও তোমার