পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তম দৃশ্য কি ? 3 ኣ ঈশ্বরের অংশ । - জগৎ জড়ীয় নহে, চিদাভাসে পরিপূর্ণ দর্শকও জড়ীয় নহে চিদানন্দের সন্তান । যদি মানুষের ভাবুকতা না থাকে, ঈশ্বরে বিশ্বাস না থাকে, প্রেম ভক্তি না থাকে, তবে তাহার সঙ্গে প্রকৃতির যোগ হইবে কিরূপে ? বাহ্যিক প্রকৃতি ও আন্তরিক প্রকৃতির ভিতর সূক্ষ্ম সংস্রব আছে, প্রকৃতির সঙ্গে প্রকৃতির নিগৃঢ় সম্পর্ক না ঘটিলে অধ্যাত্ম যোগ হয় না। দৃষ্ট প্রকৃতির মধ্যে যে বিচিত্র প্রভাব, দর্শকের প্রকৃতি মধ্যেও সেই নিগূঢ় প্রভাব । প্রভাব বল, আর শক্তি বল, আর প্রতিভা বল, আর জ্যোতিৰ্ম্ময় যোগানন্দ বল, মূলে সামগ্ৰী একই । সেই যোগেশ্বর ব্রহ্মাণ্ড হইতে মানবাত্মাতে, মানবাত্মা হইতে জড় জগতে আগমন নির্গমন করেন । সেই লীলাতে অভিভূত হও, যোগী হইবে, সুন্দর দৃশ্য দেখিবে । এই বাহ প্রকৃতির সঙ্গে জ্ঞান, প্রেম, পুণ্য, যোগ, ভক্তির যোগ না হওয়াতে ইহা অপূর্ণ । ইহাতে যাই। পাওয়া উচিত ছিল লোকে তাহ পায় না, যাহা পায় তাহা যথেষ্ট নহে ৷ মানবাত্মাও অপূর্ণ, বিজ্ঞান অপূর্ণ, কাব্য সাহিত্য অপূর্ণ, শাস্ত্র ও ধৰ্ম্ম অপূৰ্ণ । বাহ প্রকৃতি না বুঝিয়া লোকে নিজ প্রকৃতি বুঝিল না ।