পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তম দৃশ্য কি ? 8 & ভাবুকত কি এক ? তাহারা ইন্দ্রিয় স্থখস্পৃহায় চালিত, তুমি ব্রহ্ম সহবাসের আকাঙ্খী । তাহদের ভোগে শরীরের ভোগ, তোমার যুক্ত আত্মায় যোগ। অতএব এ সমুদয় বাহা দৃশু সম্ভোগ করাই মনুষ্য জীবনের সার্থকতা নহে। বাহদৃশ্বকে অন্তরের স্বৰ্গরাজ্যে পরিণত কর । পূজার আয়োজন কর, সাধনার আরম্ভ কর, জড়জগৎ হইতে চৈতন্ত্যধামে প্রত্যাগমন কর । আবার শোন, কেবল আপনার ভাবে বিভোর হইয়া বসিয়া থাকিলে চলিবে না । প্রকৃত প্রেমিক ভগবৎ প্রেমে মত্ত হইয়া সমস্ত জগতে ঘুরিয়া বেড়ান। প্রেম পাইয়৷ যে প্রেম না করে, প্রেমে অনুরুদ্ধ হইয়া যে সেবা না করে, শ্রম না করে, সে কি প্রেমিক ? — সে কপট । শান্ত যোগী, নিৰ্ব্বাণপ্রাপ্ত সাধক জগতের তুঃখ অগ্নি নিভাইতে ব্যাকুল । ইহাই আধ্যাত্ম প্রকৃতির প্রণালী— ইহাই অনতিক্রমণীয় ধৰ্ম্ম । যেমন চন্দ্রমা রাত্রি ভিন্ন দিবসে প্রকাশ পায় না, প্রকাশিত হইয়া নিশাচ্ছন্ন আর সকল বস্তুকে আলোকিত করে, তেমনি মহা ভাবপূর্ণ বিশ্বাসীর হৃদয় ভিন্ন আর কুত্ৰাপি সেই মহাদেবের মহৈশ্বৰ্য্য প্রকাশিত হয় না এবং সেই মহাভাব প্রাপ্ত সিদ্ধ ব্যক্তির প্রেম, ভক্তি, জ্ঞান, পবিত্রতা নিজের সাধনলব্ধ পুরষ্কার কেবল র্তাহার নিজ