পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্গরাজ্য কাহাকে বলে ? শান্তিকুটার, কলিকাতা রবিবার, ৭ই মাঘ, ১৮১৬ শকঃ ২০শে জানুয়ারী, ১৮৯৫ খ্ৰীষ্টাব্দ স্বৰ্গরাজ্য কাহাকে বলে আমি তাহার যৎকিঞ্চিৎ যাহা বুঝিয়াছি তাহ সংক্ষেপে বলিব । f এই যে যমের মুখের উপর ঘন আবরণ, ইহা কেহ সরাইতে পারে না । মৃত্যু কি, তাহার পর কি হয়, ইহা কেহ নিশ্চিত বলিতে পারে না । মৃত্যুর নিবিড় অন্ধকার কেহ সম্পূর্ণরূপে ভেদ করিতে পারে না কিন্তু এই আবরণ এতদূর সূক্ষ্ম যে উহার ওদিকে কি আছে তাহী কতক বুঝা যায় । প্রথমতঃ ইহা এই বুঝা যায় যে এই পৃথিবীর শ্রান্তি, সন্তাপ, এই অনবরত বিবাদ কলহ, এই হৃদয়ে হৃদয়ে প্রতিঘাত, এই নানা তুর্ভাগ্য পরীক্ষা, এই আত্মার শাস্তি হরণ করিবার জন্ত মহড়ম্বর ইহা পরিহার করা যায় না । সংসারের দ্বারা পেষিত না হইলে পরলোকের দিকে দৃষ্টি পড়ে না। যে পরিমাণে ইহলোক অসহ্য সেই পরিমাণে পরলোক স্পৃহনীয় হয়, এবং সেই পরিমাণে তাহা হৃদয়ঙ্গম হয় । যে দিনে