পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসনা b-a গৃহ । ইহারাই সেই অঙ্গীকৃত স্বৰ্গরাজ্যের এক একটি আবাসতীর্থ | - স্বধাম বলিলে এই বুঝায় যেখানে ভয় নাই, আরাম আছে, যেখানে আমার জন্য সকল আয়োজন, সকল ব্যবস্থা, যেখানে আমার জন্য প্রেম, সহানুভূতি, আদর সমস্ত । সধুগণের সংসর্গে তেমনি অভয় পাই, আরাম পাই, আশ্রয় পাই, প্রেম পাই, সহানুভূতি আদর লাভ করি । অতএব তাহারা আমাদের আলয় । এই অসংখ্য অগণ্য ভবনময় পিতার গৃহে র্যাহারা বাস করেন, তাহারা সম্পূর্ণ নিরাপদ, কোন ভয় ভাবনা তাহাদের নাই । এখানে নিত্য আরাম নিত্য শান্তি । এই পিতার গৃহ দেখিতে পাইয়াছিলেন বলিয়া ডামিয়েন অনায়াসে কুষ্ঠ রোগীদের মধ্যে নিয়ত প্রফুল্লভাবে বাস করিয়া অকাতরে তাহাদের সেবা করিলেন, এবং তজ্জন্ত আপনার পবিত্র দেহকে পর্য্যন্ত বিসর্জন করিতে কুষ্ঠিত হইলেন না। প্রত্যেক বিশ্বাসী ব্রাহ্মের জন্ত এই ঈশার অঙ্গীকৃত স্বৰ্গরাজ্য আশার পথ দেখাইতেছে । ইহাতে দীনাত্মা শোকাৰ্ত্ত, ভগ্নহৃদয়েরা আনন্দে অগ্রসর হইতেছে। . ঈশার অঙ্গীকৃত স্বর্গের গৃহ সকলকে ডাকিয়া বলিতেছে, “দীনাত্মারা ধন্ত কারণ স্বৰ্গরাজ্য র্তাহাদের জন্য, শোকাৰ্ত্তেরা । ধন্ত, কারণ তাহার সান্তন পাইবে ।”