পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলিদান ཉེ་༢ །། ধরিয়া অবিনাশী পরমাত্মার পূর্ণজ্যোতিসম্পন্ন স্বৰ্গলাভ করেন । ইহাতে রক্তমাংসের কোন সংশ্রব নাই । পৃথিবী ক্রমাগত বলিদান চাহিতেছে এবং অবিশ্রান্ত তাহা গ্রহণ করিতেছে । তণ্ডুল গোধূম মাটিতে পড়িয়া না বিনষ্ট হইলে নূতন শস্য তাহা হইতে জন্মে না, এমন জীব আছে যাহারা না মরিলে তাহদের সন্তান প্রস্থত হয় না । একের ক্ষতিতে অন্তের লাভ হয়, একের কষ্টে অন্তের সুখ হয়, উৎকর্য সাধনের এই নিত্য বিধি । আমার জন্ত কৃষক যদি গ্রীষ্ম বর্ষা বহন না করে, শ্রম দারিদ্র্য সম্বরণ না করে তাহা হইলে আমার অন্নসংস্থান হয় না । আমার জন্য যদি বিচারকত্তা, শাসনকৰ্ত্তা, শিক্ষক, চিকিৎসক বহু ক্লেশ স্বীকার করিয়া নিজ কৰ্ত্তব্য পালন না করেন, তাহা হইলে, কি জনসমাজে তিষ্ঠিতে পারি? কবিগণের রচনা আমার জন্য, জ্ঞানীদিগের গবেষণা আমার জন্য, চন্দ্র সূয্যের আলোক আমার জন্য, বৈরাগীর আত্মত্যাগ, প্রেমিকের আত্মবঞ্চনা, দাতার ধনহানি, সমস্ত উজ্জল দৃষ্টান্ত আমার জন্য । সন্তানের জন্য পিতার অকাতর চেষ্টা, শ্রম, ' শিশুর জন্য মাতার রাত্রি জাগরণ, পাপিষ্ঠের জন্য ধৰ্ম্মাত্মার আত্মনিপীড়ন, রোগীর জন্য স্থচিকিৎসকের স্বাস্থ্য নষ্ট স্বজাতির জন্য দেশানুরাগীর প্রাণ দান, এ