পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলিদান ৯৯ করিলেন, বন্ধুবান্ধবদ্বারা তিরস্কৃত ও তাড়িত হইলেন, স্বয়ং ঈশ্বর তাহাদের সমস্ত আত্মবলিদান গ্রহণ করিলেন । তাহাদের তপস্যা সার্থক, ত্যাগস্বীকার ফলপ্রদ । সংসার, সম্পদ, সন্তান, ধন, মান লইয়া চিরদিন কাহারও স্থায়ী হয় না । এই সমস্ত ইচ্ছায় হউক, অনিচ্ছায় হউক একদিন ছাড়িতেই হইবে। তবে যোগ্য উদেশ্য সাধন জন্য তাহা ত্যাগ করিতে কাতর কেন হও ? যদি ঈশ্বরের সন্নিধানে যাইতে চাও মোহপাশবন্ধনে আবদ্ধ হইয়া, অত্যাগী হইয়া, নিজ অভিসন্ধি সাধনের জন্ত অন্ত্যের প্রাণান্ত করিয়া কি প্রকারে সেখানে যাইবে ? যদি যাইতেই পার তবে সেই প্রেমধাম, সেই বৈরাগ্যধাম তোমার ভাল লাগিবে কেন ? ঈশ্বর যাহাকে মারেন তাহাকে রাখে কে ? . তিনি যাহাকে রাখেন তাহাকে মারে কে ? তিনি যাহার সৰ্ব্বনাশ করেন তাহাকে আচ্ছাদন করিয়া রাখিতে কেহ পারে না । তিনি যদি ঐহিক ক্ষতি করিয়া পারত্রিক মঙ্গল বিধান করেন তাহা ক্ষতি নহে, পরম লাভ । শরীর বিনাশ করিয়া তিনি যদি আত্মার অবিনাশী শক্তি বিধান করেন তাহাতে ক্ষতি কি ? সংসারে মানবের সকল সৌভাগ্য বিনষ্ট হয় বটে, জগতের সম্মুখে সে বলিদান যায় বটে, কিন্তু তাহার স্বর্গের সম্বন্ধ দিন