পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গাতীর - ` සං ක তোমার নানা মহিমা বলিব কি প্রকার ? তুমি বিশেষ তুমি নিৰ্ব্বিশেষ, প্রতি বস্তুতে তুমি, সমস্ত স্থষ্টিতে তুমি, তোমারই শরণাগত হই, মনের আনন্দে, অপার ভক্তিতে তোমাকে নমস্কার করি । - ধ্যান অনেক তুফান খাইয়াছে, অনেক দাড় হ’ল ভাঙ্গিয়াছে, অনেক পাল ছিড়িয়াছে, ডুবিতে-উঠিতে હો সকল নৌকা শেষে শান্তির ঘাটে পহুছিয়াছে ; আমার অস্থির প্রাণ ঝড়ে তুফানে ভগ্নপ্রায়, উপায় অবলম্বন বিরহিত । অনেক বার প্রায় ডুবিয়া যায় এমন হইয়াছে । আর কেন মন, চল সেই চৈতন্যধাম, শান্তিঘাটে গিয়া ক্ষণকাল স্থির দৃষ্টিতে ব্ৰহ্ম নিরীক্ষণ করি, ব্রহ্মেতে বাস করি, ব্ৰহ্ম-নিশ্বাস গ্রহণ করি, ব্রহ্ম-নিশ্বাস ত্যাগ করি। সেই আলোক সেবন কুরি, যাহা দর্শনে মোহ কুয়াসা কাটিয়া যায় ; চিদানন্দের স্থান কোথায়, শান্তির দেশ কোথায়, অমৃতের উৎস কোথায় ? — অন্তর রাজ্যে । সেখানে প্রবিষ্ট হইয়া চিদানন্দের ধ্যানে মগ্ন হই—কৃতাৰ্থ হই । উপদেশ সম্মুখে ঐ গঙ্গা, পরিসর অতি সঙ্কীর্ণ সহজেই এপার ওপার নজরে আসে ; কিন্তু এই ক্ষুদ্র নদীতে