পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-दलिंक्नॉञ ` S X > প্রকৃতি । যে মহাত্মার দিকে দেখিবে তাহারই ভিতরে এইরূপ বৈচিত্র । আবার দেখ এই নদীতে যদি অন্যান্য নদী, উপনদী, জলপ্রপাত না মিলিত হইত তাহা হইলে ইহা এত গভীর হইত না, ইহার স্রোত ক্ষীণ হইত, ইহার জল ছগন্ধময় শুষ্ক হইত । ইহার এই শ্যামল তীরে প্রাণ বিমুগ্ধকর সুমিষ্ট বায়ু সেবন ও উপাসনা করা দূরে থাকুক কেহ ইহার নিকটে পদ ধৌত করিতেও আসিত না । পূৰ্ব্বগত সাধুগণ ব্যতীত, সঙ্গীগণের সহযোগ ব্যতীত সামাজিক সহায়তা ব্যতীত কোন জীবনই পূর্ণতা পায় না। ঈশার জীবননদীতে ইব্রাহিমের অটল বিশ্বাস, মুসার ধৰ্ম্মবিধি, দায়ুদের মহাভাব, সলিমনের বিশুদ্ধ জ্ঞান এবং আরও অনেক ইহুদি আচাৰ্য্যদিগের জীবন চরিত্র মিশিয়া রহিয়াছে । ইহারই জীবন হইতে যোহন, পিটর, পল প্রভৃতি স্বীয় স্বীয় জীবনের স্রোত বহন করিয়া বিবিধ পথে প্রবল বেগে প্রবাহিত হইতেছে । এই সমস্ত সংযোগ সম্প্রসারণের উপায় ভিন্ন ঈশা-জীবন কিছুতেই এত গৌরবান্বিত হইত না । অতএব তোমাদের জীবনকে এই প্রকার সংযোগ সম্প্রসারণের অধীন কর । নতুবা কল্যান নাই । এই নদীতে স্রোত আছে ; কত তরী স্রোতের