পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○8 উপদেশ কোন মানুষের বাধ্য হইবে ? মৃতের না জীবিতের ? মৃত ব্যক্তিকে গুরুকরণ সহজ, কারণ মৃত তো কথা কয় না ; কিন্তু মৃত মহাত্মাদিগের অনেক কথা অনেক । ভাব, অনেক শিক্ষা, এখনকার মানুষের জীবনে সংলগ্ন হয় না। পৃথিবী নিত্য নুতন, মনুষ্যপ্রকৃতি নিত্য নুতন, অভাব নুতন, ভাব নুতন, উন্নতি নুতন, শিক্ষক ও দৃষ্টান্তও নুতন চাই, জীবন্ত চাই । ঈশ, গৌরাঙ্গকে গুরু বলিয়া প্রণাম করিতে চাও কর, তাহাতে অনেক উপকার হইবে, কিন্তু তাহাদের শিক্ষা তোমার দৈনিক জীবনে পরিণত করিবার জন্য কোন নিকটস্থ পরামর্শদাতা আবশ্যক । স্থতরাং জীবিত মানুষের অনুগত হইতে হইবে । র্যাহার তোমার কথার উপর কথা বলিবার শক্তি আছে, তোমার ভাবের দোষ দেখাইবার ক্ষমতা আছে, তোমার কার্ঘ্যের সমালোচনা করিবার অধিকার আছে, তোমার সহায়তা করিবার সাধ্য আছে, তোমার ভার লইবার উপযোগী বল আছে, তোমার মৰ্ম্ম বুঝিবার উপযোগী সহানুভূতি আছে, তোমার দৃষ্টান্ত হইবার উপযোগী পবিত্রত আছে, যার আত্মদর্শন আছে, ব্রহ্মদর্শন আছে, ত্যাগ বৈরাগ্য ও ঈশ্বরে নির্ভর আছে এমন লোকের অধীনতা স্বীকার করিবে । , যদি আমার কথাতে তোমাদের কোন শ্রদ্ধা থাকে, 3.