পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাধ্যতা - > ○○ তবে এই সত্য মানিতে হইবে। যদি না শুনিতে চাও জীবনে সার্থকতা পাইবেন । ঈশ্বর বিনা ঈশা কি ? ঈশ বিনা ঈশাহি ধৰ্ম্ম কি ? ধৰ্ম্মমণ্ডলী বিনা ধৰ্ম্মবিধি কি ? আচাৰ্য্য ও শিক্ষক বিনা মণ্ডলী কি ? ইহার একটকেও ছাড়িতে পারা যায় না। রোমান কাথলিকদের মধ্যে একটা প্রথা আছে তাহারা পোপৰ্যতীত একজনকে শাসনকৰ্ত্তা অথবা ডিরেক্টর বলিয়৷ স্বীকার করেন । যিনি যত বড় লোক হউন না তাহাকে পরিচালন করিবার একজন ডিরেক্টর আছেন । তিনি পাদ্রী না হইতে পারেন, জ্ঞানী না হইতে পারেন, দেবতুল্য লোক ন হইতে পারেন, তথাপি সমস্ত বড় বড় । পাদ্রী এবং জ্ঞানীদিগকে এমন একজনের পরামর্শ গ্রহণ করিতে হয়। বোধ হয় সকলেই জানেন রোমান কাথলিক গির্জাতে একটা প্রকোষ্ট থাকে, তাহার একটা ক্ষুদ্র দ্বার আছে। ঐস্থানে একজন পাদ্রী দাড়াইয়া থাকেন, আর সমস্ত লোক সেখানে গিয়া নিজ নিজ পাপ স্বীকার করে ও মুক্তির উপায় জিজ্ঞাসা করেন। ইহা যদিও, একপ্রকার কুসংস্কারে পরিণত হইয়াছে বটে ও এতদ্বারা লোকে মুক্তির অন্যান্য যথার্থ ও প্রকৃষ্ট উপায় অন্বেষণ করে না, তথাপি ইহার ভিতরে কোন সার সত্য নাই এমন মনে করিওন। অনেক সময় আমার মনে হয় আমার একজন শাসন