পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× ×5RJ উপদেশ & কৰ্ত্তা আবশ্যক । তিনি অনেক বিষয় আম৷ হইতে উন্নত না হইতে পারেন, আমা অপেক্ষা বয়োকনিষ্ঠ হইতে পারেন, প্রচারক না হইতে পারেন, খুব শিক্ষিত ন হইতে পারেন (অবশ্ব ব্রাহ্ম হওয়া চাই, শুদ্ধ চরিত্র ও ভক্তিমান হওয়া চাই) তিনি আমার কৰ্ত্ত হইবেন । আমি নিজে যাহা করিতে চাই, তোমাদিগকে তাহ করিতে বলি, ইহাতে আমার ভয় কি ? কারণ আপনার জ্ঞান যত কেন উন্নত না হউক উহাতে মোহ আছে ৮ আপনার বিবেকের যত কেন প্রশংসা না কর উহার । কোথায় না কোথায় স্বার্থ জড়িত থাকিতে পারে । আপনার চরিত্রের যত কেন গৌরব না কর উহাতে অনেক লুক্কাইত কুপ্রবৃত্তি বাস করিতেছে । অতএব বলি যতদূর সঙ্গত হয় বিশ্বাস করিয়া বিশ্বাসী লোক হইতে মানুষকে সহসা অতিক্রম করিও না । যদি নিজে অন্তের বাধ্য হও, অপর সকলেও তোমাদের বাধ্য হইবে মণ্ডলী গঠিত হইবে, স্বৰ্গরাজ্য স্থাপিত হইবে । ... • - - জ্যোতিৰ্ম্ময়, সৰ্ব্বশক্তিমান, আমাদিগকে স্বাধীনত{ দিয়াছ স্থ-ক্ষণে না কু-ক্ষণে ? এতবড় সৃষ্টি তোমার কথা মানে, তোমার আজ্ঞায় উত্তেজিত হয়, তোমারি কথায় শাস্ত হয়, তোমার শক্তির তাড়নাতে সূৰ্য্য উদিত ও অস্তগত