পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪ উপদেশ । এ আশ্চৰ্য্য স্বর্গের ছবি, এ অলৌকিক ধৰ্ম্মলীলা কার সাধ্য বর্ণনা করে। জগতের সকল লোকে চারিদিকে বলিহারি’ ‘বলিহারি’ এই কথা বলিতেছে। তোমার উৎসবে আসিয়া প্রাণকে সার্থক করিলাম। আর তোমা হইতে বিচ্ছিন্ন থাকিতে ইচ্ছা হয় না। কি লইয়া তোমা হইতে স্বতন্ত্র থাকিব ? কোন মুখের আশায় এখানকার স্থখ পরিত্যাগ করিব ? হে কৃপাময়, সামান্ত বুদ্ধিও যার আছে সে এই সৌন্দৰ্য্য, এই অপার স্থখ ছাড়িতে পারে না। আশ্চৰ্য্য তোমার লীলা ! বিচিত্র তোমার ব্যাপার! বুদ্ধি লুপ্ত করিয়া আমাদিগকে চিরদিনের জন্য তোমার ঐ সুন্দর শ্ৰীচরণতলে বাধিয়া রাখ। তোমার এই পূর্ণ ধৰ্ম্মের সৌন্দৰ্য্য উপলব্ধি করিয়া তোমার গৃহে চিরমুগ্ধ হইয়া থাকি, তব চরণে এই মিনতি।