পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুগধৰ্ম্মবিধান। ৬৩ এমন সুন্দর ধৰ্ম্মের অধিকারী হইয়া তোমরা কি হইয়া আছ ? আর ব্রাহ্মধৰ্ম্মের কথাই বা কেন বলি? যাহাকে লইয়া সকল ধৰ্ম্ম, যাহাকে দর্শন করিবার জন্ত কত শত যোগী বৃক্ষপত্ৰ খাইয়া কত কষ্ট্রের তপস্যা করিত, র্যাহার আশ্রয় লাভ করিবার জন্য কত রাজা সম্রাট দরিদ্র হইতেন, সেই রাজাধিরাজ আজি এই মন্দিরে স্বয়ং অবতীর্ণ। ইহাকে অগ্রাহ্য করিয়া আজ কোন ব্রাহ্ম এই উৎসবক্ষেত্র হইতে পলায়ন করিবে ? পুণ্য না লইয়া যেন কোন ব্রাহ্ম আজ এখান হইতে চলিয়া না যান। এই ধৰ্ম্ম গ্রহণ করিলে দায়িত্ব কত গুরুতর হয় তাহা সকলে অনুভব কর । তোমাদের ধৰ্ম্ম কত উচ্চ, আর তোমাদের জীবন কত নীচ। হে নিন্দিত, কলঙ্কিত, অপরাধী প্রাণ, তুমিই বল, তোমার ঈশ্বর কে ? তোমার ধৰ্ম্ম শাস্ত্র কি? আর তুমি কি ? এত অসমত কি ভাল দেখায় ? পুণ্যকে অগ্রাহ করিয়া প্রেম লইয়া, আনন্দ লইয়া, কেহই পলায়ন করিতে পারিবে না। পুণ্যহীন প্রেম, পুণ্যহীন আনন্দ কাড়িয়া লওয়া হইবে। উপযুক্ত হইতে হইবে, নইলে দণ্ড আছে, মৃত্যু আছে। ঈশ্বর আমাদিগকে সেই দও, কলঙ্ক এবং মৃত্যু হইতে রক্ষা করুন! আজ যাহা লব্ধ হইল, ইহ দ্বারা ঈশ্বরের যে পূর্ণ সত্যধৰ্ম্ম তাহ যেন আমাদের চিত্তে দৃঢ়তররূপে প্রতিষ্ঠিত হয়। ইহা দ্বারা যেন ঈশ্বরের সঙ্গে আমাদের নিকটতা ঘনতর হয়। ভাই, এই বিধানের সঙ্গে মিশিয়া যাও । ঈশ্বরের বিচিত্রলীলার মধ্যে মগ্ন হও। নানা প্রকার বুদ্ধি চাতুর করিয়া আপনাকে বাচাইয়া আর কি করিবে ? এই যে ভক্তিযোগের ধৰ্ম্ম এস ইহার সঙ্গে প্রাণ মনকে মিশাইয়া দিই। পরিণামে ভাগ্যই হইবে, মুক্তিই হইবে। .كم হে স্বর্গের রাজা, আজ তোমার স্বৰ্গদ্বার উদঘাটন করিয়া রাশি রাশি । রত্ব দিলে। তোমার উৎসবক্ষেত্র বিচিত্র লীলাপূর্ণ রঙ্গভূমি। কৃপাময়,