পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরের বাণীই ধৰ্ম্ম । t 아 সকলই ব্যর্থ। আজ্ঞার হুঙ্কার যদি তোমার কর্ণে প্রবিষ্ট না হয়, সেনাপতির উৎসাহবাক্যে যদি যুদ্ধে প্রবিষ্ট না হও, তবে তুমি পরাজিত হইবে। যথোচিত বিদ্বান হইলে, বিবিধগুণে ভূষিত হইলে, তাহাতে কি হইল ? ধৰ্ম্ম ত হইল না। জলন্ত ঈশ্বরের শক্তি তোমার প্রাণের ভিতরে অনুভূত হইলে, তবে তোমার ধৰ্ম্মের সঞ্চার হইবে। এখানে আইন কালুনের প্রচার নাই। ঈশ্বরের প্রকৃত শিষ্য হইলে, ঈশ্বরের প্রকৃত সেবক হইলে, সমুদয় নীতি, সমুদয় ধৰ্ম্মের সার অবগত হওয়া যায়। প্রাণের মধ্যে | সেই মঙ্গলময়ের পিতৃত্ব প্রকাশিত দেখ, গভীর মঙ্গল সহবাস মধ্যে প্রবিষ্ট হও, জীবনে তাহার জীবন্ত শাস্ত্র পাঠ কর, তাহার গম্ভীর বাণী শ্রবণ কর । যে হৃদয়ে সৰ্ব্বদা মলয় সমীরণ বহিতেছে, মধুর শব্দে কর্ণ জুড়াইতেছে, সে হৃদয় নিয়ত শান্তিপূর্ণ আশাপূর্ণ ; মুখ সৰ্ব্বদা তেজোবিশেষে প্রফুল্ল। সেখানে ক্রোধ দুঃখ মনস্তাপের প্রচার নাই। জীবনের আশ্চৰ্য্য ধন সেখানে লাভ করা যায়, যাহা কিছু যথার্থ ধৰ্ম্মসামগ্রীর সার, তাহ সেখানেই।