পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাকিত্ব । > গোপন না হইল, তুমি কেমন করিয়া অনন্তকাল দীনবন্ধুর সঙ্গে বাস করিবে ? কেবল হাটের মধ্যে, মাঠের মধ্যে চীৎকার করিয়া কি ঈশ্বরকে লাভ করা যায় ? একাকী সাধন না করিলে গুপ্তধন নিৰ্ম্মল পুণ্যরাশি । | সঞ্চিত হয় না। যাহারা উপাসনাশীল ধ্যান-পরায়ণ সাধক, যাহারা ঈশ্বরের | জন্য তৃষিত, তাহারা একাকিত্বপ্রিয়। তাহারা স্বভাবতঃ নির্জনতা অন্বেষণ করেন, নির্জন একাকিত্বের মধ্যেই তাহারা বাস করেন। যখন তাহারা একাকী বসেন, তখন তাহারা মনে করেন যেন গৃহে আসিলেন। ঈশ্বর | একাকী, একাকিত্ব-প্রিয় সাধক তাহার নিকটে গেলেন, নিগুঢ় ব্ৰহ্মাগ্নিতে তাহার আত্মা তেজস্ব হইল। নির্জন সাধক অসঙ্গ হইয়া ব্রহ্মসহবাসরূপ বস্ত্র লাভ করেন। ব্রাহ্ম ভাই, তুমি কিম্বা আমি কি পরস্পরের নিকটে মনের গৃঢ়তম পাপ সকল বলিতে পারি ? কিন্তু ঈশ্বরের নিকটে একাকী গোপনে মনের পাপ স্বীকার করা যায়। যিনি পাপিষ্ঠের গোপনতম অভিসন্ধি জানিয় তাহ বিনাশ করেন ও সুমতি দেন, সেই পাপহারী হরির নিকটে ব্রাহ্ম ভাই, ব্রাক্ষিক ভগিনী, তুমি গেলে না কেন ? ব্রহ্মস্থিতিরূপ পবিত্র শিবিরের মধ্যে লুক্কায়িত না হইলে তোমার প্রাণ কিসে পরিষ্কার হইবে ? ঈশ্বরের সহবাসের ন্যায় পবিত্র বস্তু ত্রিভুবনে আর কি আছে ? ভাই, ভগিনী, তুমি সেই নির্জন ব্রহ্মসঙ্গ পরিত্যাগ করিয়া | জনাকীর্ণ হাটের মধ্যে গিয়া মূলধন পৰ্য্যন্ত হারাইলে। অতএব বলি, একাকী হও, অসঙ্গ হও। নির্জন হইয়া বুঝিয়া দেখ, ঈশ্বরের কোন স্বরূপ তোমার ভাল লাগে, তাহার কোন অংশে তোমার চিত্ত শীতল হয়। একাকী ইহা বুঝিতে বুঝিতে ও সম্ভোগ করিতে করিতে কত লোক কত বর্ষ কাটাইয়া শেষে প্রাণত্যাগ করিলেন। ব্রাহ্ম ভাই, গুপ্তধন উপার্জন কর। কিন্তু কেবল যে একাকী চিরকাল সাধক ধৰ্ম্মের আনন্দ সম্ভোগ - २