পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মহাভারতের কথা
৪৯৯

 এ কথায় কদ্রু বলিলেন, “আমার যেন এক হাজারটি পুত্র হয়।”

 বিনতা বলিলেন, “আমি দুটির বেশি পুত্র চাহি না। কিন্তু সেই দুটি পুত্র যেন কদ্রুর একহাজার পুত্রের চেয়ে বীর হয়।”

 কদ্রু আর বিনতার কথা শুনিয়া কশ্যপ বলিলেন, “আচ্ছা। তোমরা যেমন চাহিতেছ তেমনি হইবে।”

 অনেক দিন পরে, কদ্রুর এক হাজারটি, আর বিনতার দুটি ডিম হইল। তারপর আর পাঁচশত বৎসর চলিয়া গেল, কদ্রুর ডিমগুলি ফুটিয়া এক হাজারটি পুত্র বাহির হইল। কিন্তু বিনতার ডিম দুটি হইতে তখনো কিছু বাহির হইল না।

 কদ্রুর ডিমগুলি সবই ফুটিল আর বিনতার একটি ডিমও ফুটিল না, ইহাতে বিনতার বড়ই দুঃখ আর লজ্জা হইল। তখন তিনি আর বিলম্ব সহিতে না পারিয়া নিজহাতেই তাঁহার দুটি ডিমের একটি ভাঙ্গিয়া ফেলিলেন। সেই ডিমের ভিতরে তাঁহার যে পুত্রটি ছিল, তাঁহার শরীরের সকল স্থান তখনো মজবুত হয় নাই। তাহার উপরকার অর্ধেক বেশ মজবুত হইয়াছিল, কিন্তু নীচের অর্ধেক তখনো নিতান্তই কাঁচা ছিল। ছেলেটি বাহির হইয়া যার পর নাই দুঃখ ও রাগের সহিত তাহার মাতাকে বলিল—

 “মা তুমি আমাকে কাঁচা থাকিতে বাহির করিয়া কেন আমার সর্বনাশ করিলে? যাহা হউক, তুমি যখন কদ্রুকে হিংসা করিতে গিয়া আমার এমন ক্ষতি করিয়াছ, তখন আমিও তোমাকে শাপ দিতেছি যে, তোমাকে পাঁচ শত বৎসর এই কদ্রুর দাসী হইয়া থাকিতে হইবে।”

 তারপর সেই ছেলেটি আবার বলিল, “আর একটি ডিম যে আছে, তাহাকে যেন এমন করিয়া অকালে ভাঙ্গিও না। উহার ভিতর তোমার যে পুত্র আছে, তাহার দ্বারাই তোমার দাসী হওয়ার দুঃখ ঘুচিবে। সত্যই তাহাকে যদি খুব শক্ত করিতে চাহ, তবে, ডিমটি আপনা আপনিই ফুটিবার জন্য অপেক্ষা করিয়া থাক। উহা ফুটিতে আরো পাঁচশত বৎসর আছে।”

 এই বলিয়া সেই ছেলেটি আকাশপথে সূর্যের নিকট চলিয়া গেল। ছেলেটির নাম অরুণ, সূর্যের নিকট গিয়া সে তাঁহার সারথি হইল। সেই কাজ সে এখনো করিতেছে। সূর্যদেব যেমন সমান ওজনে চলা ফেরা করেন, তাহাতে নিশ্চয় বুঝা যায় যে, অরুণ তাহার কাজ বেশ ভাল করিয়াই করিতেছে।

 অরুণ যে আকাশে উড়িয়া গল ইহার মধে আশ্চর্য হইবার কিছুই নাই। অরুণ মানুষ ছিল না, সে পাখি ছিল। আর কদ্রুর সেই এক হাজার ছেলেও যে মানুষ ছিল, তাহা নহে, তাহারা ছিল সাপ।

 অরুণ বিনতাকে শাপ দিয়া চলিয়া গল। তারপর কি হইল শুন।

 ইন্দ্রের উচ্চৈঃশ্রবাঃ নামক একটা সাদা ঘোড়া ছিল। একদিন কথায় কথায় কদ্রু বিনতাকে বলিলেন, “বল দেখি, উচ্চৈঃশ্রবাঃর কিরূপ বর্ণ।”

 বিনতা বলিলেন, “কেন? সাদা।”

 কদ্রু বলিলেন, “হইল না। উহার শরীর সাদা কিন্তু লেজ কালো।”

 বিনতা বলিলেন, “বাজি রাখ।”

 কদ্রু বলিলেন, “আচ্ছা রাখ বাজি। যাহার কথা মিথ্যা হইবে, সে পাঁচ শত বৎসর অন্য