পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছোট্ট রামায়ণ
৭৩১

তখন   সবাই মিলে সেদিক পানে
চলেন তাঁরা ধেয়ে,
কুটির  উজল কবি উঠেন দেবী
রামের দেখা পেয়ে৷
তাঁরে  দেখতে পেয়ে দুভাই গিয়ে
পড়েন চরণ তলে,
দেবী  অমনি তুলে নিলেন কোলে,
ভাসল নয়ন জলে৷
গৌতম  এলেন ঘরে সেই সময়ে
এলেন ততক্ষণ,
আবাব  দুজনে মিলে হরির পূজায়
দিলেন তাঁরা মন৷

সেথা হতে মিথিলায় যান তিনজন,
দু ভায়ে দেখিয়ে ভোলে সকলেব মন৷
জনক বলেন, “আহা কেমন সুন্দর!
কাহার কুমাব এরা কহ মুনিবর৷”
মুনি বলেন, “দশরথ বাজা অযোধ্যার,
শ্রীরাম, লক্ষ্মণ এরা তাঁহার কুমার৷
তাডকা মারীচে মারি এসেছে হেথায়,
তোমার ধনুকখানি দেখিবারে চায়৷
বাজা বলেন, “বাছা সব থাকুক বাঁচিয়া
ধনুক দেখাই আমি এখুনি শানিয়া৷
শিবের ধনুক সেটি, দিল দেবগণ,
গুণ দিতে নাহি তায পারে কোনোজন৷
গুণ দিবে দূরে থাক, তুলিতে না পারে,
লাজ পেয়ে শেষে চায মারিতে আমারে৷
সে ধনুকে যদি রাম পারে গুণ দিতে,
সীতার বিবাহ দিব তাহার সহিতে৷”

শুনহ সীতার কথা সবে মন দিয়া,
ডিম্বের ভিতরে কন্যা ছিল লুকাইয়া৷
চাষ করে মহারাজ লইয়া লাঙ্গল,
সেইকালে চারিদিক হইল উজল৷
তখন দেখিল রাজা চাহিয়া সম্মুখে,
আশ্চর্য উঠেছে ডিম্ব লাঙ্গলের মুখে৷