পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছোট্ট রামায়ণ
৭৭৭

সারথি কহিল, “ভাগি নি তো রাজা
ঘোড়াকে পিলানু জল৷
যা কহিবি তুই, সে করিব মুই—
এবে কি করি সে বল্৷”
হাসিয়া রাবণ কহিল তখন
সারথিরে দিয়ে বালা,
“রামকে না মারি না ফিরিব ঘরে—
চালা তুই রথ, চালা!”
সেই যে ফিরিয়া আইল রাবণ
আর না ফিরিল ঘরে,
বড় কিন্তু তার কঠিন পরান৷
বেটা কি সহজে মরে?
মাথা কাটা গেলে তখনি আবার
আর মাথা হয় তার,
মারিতে তাহারে না পারেন রাম
কাটি মাথা শতবার৷
তখন মাতলি কহিল তাঁহারে,
“ব্রহ্মাস্ত্র মারহ ছুঁড়ি,”
অমনি সে বাণ লইয়া শ্রীরাম
ধনুকে দিলেন জুড়ি৷
পাহাড় কাঁপিল আকাশ ফাটিল,
সাগর উঠিল তীরে,
রাবণ বেটার বুক ভাঙি বাণ
তখনি আইল ফিরে৷
মরিল রাবণ, ঘুচিল আপদ,
ভয় না রহিল আর,
হাসিল গাইল ছিল যত লোক,
সুখ না হইল কার?
লাফায়ে-লাফায়ে নাচিল বানর
তা-ধিন্ তা-ধিন্ করে,
স্বরগের ফুল পড়ে ঝরঝর্
তাদের মাথার পরে৷
যতেক রাক্ষস করি হায়-হায়
কাঁদিল সকলে তারা,
কাঁদে রাণীগণ, নিজে বিভীষণ
কাঁদিয়া হইল সারা৷

উপেন্দ্র-৯৮