পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

একতর্‌ফা হিসাব

‘সাতাশ হলে না কেন একশো সাতাশ—
থলিটি ভরিত, হাড়ে লাগিত বাতাস।'
সাতাশ কহিল, ‘তাহে টাকা হত মেলা—
কিন্তু কী করিতে বাপু, বয়সের বেলা।’

২৭