পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e(r शर्छ श्रृंद्भिरलझझ । श्रृंश्वोंष्टद्र । “Stand you a while apart Confine yourself but in a patent list” - Othello. যখন সন্ধ্যার প্রাকুকালে কপালকুণ্ডল গৃহকাৰ্য্যে ব্যাপৃত। ছিলেন, তখন লিপি কবরীবন্ধনচু্যত হইয়া ভূমিতলে পড়িয়া গিয়াছিল। কপালকুণ্ডল। তাছা জানিতে পারেন মাই। সবকুমার তাহা দেখিয়াছিলেন । কৰী হইতে পত্র খসিয়া পড়িল দেখিয়া DBBDD BBB DDDD S DDD DDDS DDDS DBBB BBBS কপালকুণ্ডল কার্যান্তরে গেলে, লিপি তুলিয়া বাহিরে গিয়া পাঠ করিলেন। সে লিপি পাঠ করিয়া একই সিদ্ধান্ত গন্তবে “যে কথা কাল শুনিতে চাহিয়াছিলে সে কথা শুনিবে ১” সে কি ? প্রণয় কথা ? ব্রাহ্মণবেশী মৃন্ময়ীর উপপতি ? যে ব্যক্তি পূর্বরাত্রের ৱত্তান্ত অনবগত তাছার পক্ষে দ্বিতীয় সিদ্ধান্ত সত্তৰে ন । পতিব্ৰত! স্বামীর সহগমনকালে, অথবা অন্য কারণে, যখন কেহ জীবিতে চিতারোহণ করিয়া চিতীয় অগ্নি সংলগ্ন কৱে, তখন প্রথমে ধূমরাশি আসিয়া চতুর্দিক বেষ্টন করে; দৃষ্টি লোপ করে , অন্ধকার করে ; পরে ক্রমে কাষ্ঠরাশি জ্বলিতে আরম্ভ হইলে প্রথমে নিম্ন হইতে সপজিহবার ন্যায় দুই একটি শিখ অtসিয়া অঙ্গের স্থানে স্থানে দংশন করে, পরে সশব্দে অগ্নিজাল চতুর্দিক হইতে আসিয়া ৰেষ্টন করিয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্যাপিতে থাকে ; শেষে প্রচণ্ড রবে অগ্নিরণfশ গগণমণ্ডল জ্বালাময় করিয়া মস্তক অতিক্রম পূর্বক ভশরাশি ਵਿਜੈ ফেলে । নবকুমারের লিপি পাঠ করিয়া সেইরূপ হইল। প্রথমে বুঝিতে , প্ৰণরিলেন না ; পরে সংশয়, পরে নিশ্চয়তা, শেষে জ্বালা ।

  • 3