পাতা:কবিতা ও গান.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। * সেও চাহে খলিবারে শতধা হইয়া, প্রতিক্ষণে অনুভবি হীনতা আপন। এইরূপ ভাগ্য নিয়ে জনমেছে যার, তুমি কি করিবে দেব করুণা করিয়া! চরণ সামগ্ৰী তার হৃদয়ের নহে, চরণে লভিতে চাহে দুর্লভ মরণ। সহস্ৰ লোহাগময় আদর যতন বাধিয়া রাখিতে নারে হৃদয়ের পরে। 'এই যদি, এই হবে, এই হোক তবে, বিফল জীবন চেষ্টা ক’রো না ওদের; দাও মৃত্যু, দাও পুণ্য, যাও দলে যাও, মরিয়া যাদের মুখ মরুক তাহারা। তুমি কি করিবে দেব, কি দোষ তোমার !