পাতা:কবিতারত্নাকর.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4{认 খণ্ড ঐ ৰস্ত্রের মধ্যে সেইরূপ বন্ধনে বদ্ধ করিয়ারাথিল | aw আৰ্যবহিত কালগতে ব্ৰাহ্মণ তীর্থহইতে প্রত্যাগমন করিয়া বন্ধুসমীপে যাইয় গচ্ছিত ধনের বাঞ্ছিতহওয়াতে প্রত রক বণিক সেই বস্ত্ৰ দিয়া বন্ধুকে প্রতারণা করিল। পরে ব্ৰাহ্মণ বন্ত্রের বন্ধন খুলিয়া দেখে যে ধন কিছুই নাই ত দ্বিনিময়ে তামুখণ্ড আছে কিন্তু তথাপি মিত্রের মিত্রতার অন্যথা নাই এতদ্বিশ্বাসে পূর্ণ আশ্বাসে বণিক বন্ধুকে ক ছিলেন যে হেবন্ধে এপ্রকার পরিহাস কেন করিয়াছ ব ণিক বন্ধু তৎক্ষণাৎ উত্তর করিল যে আপনি যাহ রাখি য়াছিলেন তাহাই দিয়াছি পরিহাসের বিষয় কি। এমতে ব্ৰাহ্মণ ধনবিশ্লেষে মনের ক্লেশে স্বনিবাসে গমন করি লেন কিঞ্চিৎ কালাভ্যন্তরে প্রতারিত ব্ৰাহ্মণ প্রতারক বণি .কের এক শিশুকে নানালঙ্কারসহিত চৌর্য্য করিয়া অ! .নিয়া তাহাকে নিজগৃহে রাথিলেন এবণ২ তাহার অলঙ্কা রাদি এক বানরের অঙ্গে ভূষিত করিলেন। অনন্তর বণিক আপনপূত্র অনুসন্ধান করত আসিয়া দেখে যে ব্রাহ্মণের গৃহেতে ঐ পুত্রের ভূষণ এক বানরের গাত্রে আছে তদৃ ষ্টেব্রাহ্মণকে কহিল একি বিচিত্র আমার পুত্রের আভরণ বানরের গাত্রে দিয়াছ আমার পুত্র কোথায় তাহ শীঘু কহ। ব্ৰাহ্মণ কহিলেন যে তোমার পুত্র আমি আনিয়াছি লামক্লিন্ত দৈৰগতি সেই পুত্র বানর হইয়াছে অতএব ইহাতে আমার সাধ্য কি আছে বণিক এই কথা শুবৰ্ণনা ন্তর রাজসন্নিধানে উপস্থিত হইয় এই সকল বৃত্তান্ত নিৱেদনপূর্বক বিচারার্থী হইল পরন্তু রাজার বিচিত্র, জ্ঞান হওয়াতে ঐ দ্বিজকে অনিয়নপুরঃসর জিজ্ঞাসা করি লেন যে বণিক পুত্র বানর হইয়াছে এইরূপ ব্যক্ত করি য়ছি এ কি অসম্ভব দ্বিজ উত্তর করিলেন যে, মহারাজ, রৌপ্য কি কথন তামু হইয়া থাকে যদি হয় তবে এ অস