পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

「崇 s२२ ঐমস্তুের মশান গীতাভিনয়। তাতে আবার ভাগ্যহীন ললনার ন্যায় অতি দীন ক্ষীণ বিষণ্ণা বিবর্ণ হয়ে বাস কচ্ছেন, আনাথার স্যায় অনাথ হয়ে অবিরত রোদন কচ্ছেন, তার উপর আবার আমাকে হার হোলে মণিহারা ফনিশীর মত অতি অধীরা হোয়ে মুখে কেবল হাপুত্র হাপুত্র বোলে হাহাকার করেন, ধরায় পড়ে ধুলায় গড়াগড়ি দেবেন, বক্ষে করাঘাত করবেন, মাথা ভাঙবেন, আহাঁর নিদ্রা ত্যাগ কোরে উচ্চৈস্বরে কেবল হা শ্ৰীমন্ত তুই কোথায় গেলি, হা শ্ৰীমন্ত তুই কোথায় গেলি বোলে প্রাণান্ত কোৰ্ব্বেন, কোটাল ! আমার প্রাণ যায় তাতে ক্ষতিনাই, পাছে আমার শোকে মা প্রাণত্যাগ করেন, সেই কষ্টই আমার কষ্ট সেই শোকই আমার বড় শোক, নৈলে আমার মত মাতৃ পিতৃহীন পুত্রের মরণই মঙ্গল, বাচনে কোন সুখ নাই তবে কেবল জন্ম দুঃখিনী মার জন্য ভাবনা, পতি পুত্রধনে বঞ্চিত হোলে তার গতি কি হবে, তার যে দুৰ্গতির সীমা থাকবেন। ভিখারিনীর মত পথে পথে কেঁদে কেঁদে বেড়াবেন, হয়তো পতি পুত্ৰশোকে আত্মঘাতী হয়ে মরবেন, কোটাল! আমাকে বধ কোরে কেন স্ত্রীবধের পাতক হবে, তোমার ছুটী করে ধরি, আমাকে ছেড়ে দাও, আমি মার কাছে যাই । কোটাল। আরে বেটা বদমাস তোমৃতো বড় নট, খট লাগাত হয়, তোম মরুনেছে তেরা বাপ মরে, চাই মা মরে, হামু লোক্কা ক্যা পরোয়া হয়, মহারাজ কী যে হুকাম্ ওহি কামুকরো, চাই পাপ হয় চাই পুন হোয়ে, তের। মৎলবসে হাম কাম নেই করেগা । .ষ্ট্রমন্ত। (স্বগতঃ) ন! দয়া হোলোন, এত কোরে 娱 鯊