পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। ১২৩ ৷ বিনয় কোরে করে ধরে বল্লেম, তাতেও কোটালের দয়া হোলোন, বধ করবেই কিছুতেই ছাড়বেন আর আমার জীবনের আশা নাই, আজ আমার জীবন লীলার শেষ দিন, হে দেব দিবাকর ! তুমি কি আজ উদয় ছোয়েছিলে, আমার মৃত দেহ দেখবার জন্য, প্রভো! প্রসন্ন হও, একবার মুখ তুলে চাও, তোমার পুত্রকে নিবারণ কর, যেন দুঃখিনীর পুত্ৰ শ্ৰীমন্তকে গ্রাস না করে, সূৰ্য্যদেব ! আমি শুনেছি স্বৰ্য্যবংশীয় পুত্রের পিতার বাক্য রক্ষা কোরে থাকে, পিতার আদেশ মস্তকে কোরে বহন কোরে থাকে, তার প্রত্যক্ষ দেখুন না, ত্রীরামচন্দ্র পিতৃ সত্য পালনে চোঁদ বৎসর | বনে বাস কোরেছিলেন, দেব ! তুমি নিবারণ কোলে তোমার পুত্র অবশ্যই তোমার কথা রক্ষা কোৰ্ব্বে, ( ক্ষণকাল চিন্তা) কৈ প্রভো! পুত্রকে নিবারণ কোরতে গেলেন; আস্তে আস্তে অস্তাচলে চলে, দুঃখিনীর সন্তান বোলে কি দয়া হোলোনা, আচ্ছ। তবে যাও, আমার কপালে যা আছে, তাই হবে, আমি কোটালকে অনুনয় বিনয় কোরে বল্লেম, তাতেও দয়া হোলোনা; আচ্ছ একবার পদে ধরে দেখি, দয়া হয় কিনা, পদুই বা ধরি কি কোরে, দুটা হাত যে বাধ, পদ তো ধরবার যে নাই, হায় হায় তবে আর হলোন, পদধরার উপায় তো হোলোনা, আচ্ছ একবার পদতলে পতিত হয়ে দেখি, পদে রাখে কিনা, দয়া হয় কিনা (পদতলে পতিত হইয়া) কোটাল ! আমি তোমার পদতলে পতিত হলেম, তুমি আমাকে ].ছেড়ে দেও আমি মার কাছে যাই কোটাল। বেট মদ মাস তো বহুৎ বখেড়া কৰ্ত্ত স্থায়,