পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * * ঐমন্তের মশানগীতভিনয় । । তব দাস শ্ৰীমস্তেরে দিয়ে পদ তরণী । ওমা তারা ত্রিনয়নে, দেখে সদা ত্রিনয়নে, শরণাগত সন্তানে, কি নিশি কি দিনে, কৃপাময়ী কৃপা কোরে, রক্ষা কোরো সিন্ধুনীরে, তব দাস শ্ৰীমন্তেরে দিয়ে পদ তরণী ॥ সপিলাম পদতলে, রেখো মা জলে জঙ্গলে, স্থলে অনলে পাতালে, শ্ৰীচরণ দানে, কৃপাময়ী কৃপা কোরে, রক্ষা কোরো সিন্ধুনীরে, তব দাস স্ত্রীমন্তেরে দিয়ে পদ তরণী ॥ ( গীত ) छ१ख्छन भगएमहिनौ । শিবানী সৰ্ব্বাণী সঙ্কটসংহারিণী, ত্রিনয়নী ত্রিগুণ ধারিণী, ত্রিদিব বন্দিনী তারিণী নিস্তারিণী ॥ সপিলাম তোমারে, প্রাণের কুমারে, রেখে। যতনে কৃপা কোরে—জলে স্থলে অনলে জঙ্গলে রক্ষ ম৷ দক্ষনন্দিনী । ভীষণ বিপদে, রেখে রাঙ্গাপদে, না পড়ে যেন কোন বিপদে, তোমারই সাহসে, পাঠালাম বিদেশে, যেন সস্তোষে এসে দুঃখিনী ৷ (শূন্তমৰ্গে দৈববাণী ) মাভৈঃ মাভৈঃ আর ভেবোন। ੋਧ শ্ৰীমস্তে রক্ষিব আমি আকুল পাথরে, নিৰ্ভয়ে বিদায় দাও ভেবোন। খুল্লন, o প্রহরী রহিল সদা তার ত্রিনয়ন,