পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ " হইবে।” “আমি কিসে যাইব ?” “তুমি যাইবে কেন ? "ঠাকুরাণী চলিয়া গেলে নিত্য রাজভোগ যোগাইবে কে ?” “করুণা, সত্য সত্যই যাইবে নাকি ?” “নিশ্চয়, তাঙ্গ না হইলে তুমি যাইতে পারিব না।” সুবর্তী অব গুণ্ঠনের মধ্য হইতে কঠিলেন, “সত্য সত্যই আমি যাইব, আমি কখনই থাকিব না।” ভসুমিত্র কঠিলেন, “তবে রথ আনিতে আদেশ করি ?” করুণাদেবী মস্তক সঞ্চালন করিয়া সম্মতি জ্ঞাপন করিলেন । ব্রাহ্মণ পুনরায় জিজ্ঞাসা করিল, “আমি কিসে যাইব ১” ভালুমিত্র কছিলেন, “কেন রথে ?” ঋধভ—ভাই, রক্ষকতা করিও না ! ভানু – কেন ? ঋষভ--রথে শত ক্রোশ চলিলে আমার মরণ নিশ্চয় । ভানু—তবে কিসে যাইবে ? ঋষভ---কেন গজে,— ন হয় শিবিকীয় । করুণা—ঠাকুর, পথে তোমায় খাওয়াইবে কে ? ঋষভ—কেন ঠাকুরাণ, তুমি ? っ" করুণা—আমি ত রথে আগে চলিয়া যাইব ? ঋসভ —তবে কি হইবে ? রথেই যাইব । শঙ্কর মঙ্গল করুন । রথ আসিল, সকলে উষ্ঠান ছাড়িয়া নগরাভিমুখে যাত্রা করিলেন। ംബജ