পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> १२ করুণা কক্ষ হইতে জনৈক দীর্ঘাকার বম্মাবৃত পুরুষ নির্গত হইয়া রথের সম্মুখে দণ্ডায়মান হইল এবং সারথিকে জিজ্ঞাসা করিল, “কাহার রথ, কোথায় বাইবে ?” সারথি ভয়কম্পিতকণ্ঠে কহিল, “প্ৰভু চন্দ্রসেনের রথ, প্রাসাদে যাইবে ।” - “যুবরাজ ভট্টারকপদীয় ও কুমারপার্দীয় অভিজাত ব্যতীত আর কেহ রথারোহণে প্রাসাদে প্রবেশ করিতে পারে না। সারথি, তুমি সাম্রাজ্যের পরিচারক, তুমি কি প্রাসাদের রীতি অবগত নহ ?” সারথি মন্তক অবনত করিল, তখন রথ হইতে সুরামস্ত চন্দ্রসেন জিজ্ঞাসা করিল, “তুই কে ?” বৰ্ম্মাবৃত পুরুষ উত্তর না দিয়া শিরস্বাণ মোচন করিল, তখন সহস্ৰ অশ্বারোষ্ঠী সমস্বরে জয়ধ্বনি করিয়া উঠিল । রামগুপ্ত বৰ্ম্মারত পুরুষকে আলিঙ্গন করিয়া জিজ্ঞাসা করিলেন, “কৃষ্ণ গুপ্ত, তুমি কোথায় ছিলে ?” মঙ্গপ্রতীহার কছিলেন, “প্রভু, আত্মকার্য্যে গয়ায় গিয়াছিলাম।” এই সময়ে অধীর হইয়া চন্দ্রসেন রথ হইতে বলিয়া উঠিল, “পথ ছাড়িয়া দে, নতুবা শূলে যাইবি।” কৃষ্ণগুপ্ত হাসিয়া কহিলেন, “চন্দ্রসেন, কল্য শূলের ব্যবস্থা করিও, অদ্য ফিরিয়া যাও।” “কেন ?” “সম্মুখে মহাদেবীর শব, তুমি ব্রাহ্মণ সন্তান, আর্য্যধৰ্ম্ম কি বিস্তৃত হইয়াছ ?” “বুড়ীটা মরিয়াছে আপদ গিয়াছে, উহার পা ধরিয়া থালের জলে টানিয়া ফেলিয়া দে ।” সহসা সহস্ৰ অশ্বারোলী গর্জন করিয়া উঠিল, সারথি রথ ছাড়িয়া পলাইল । চন্দ্রসেন ও তাহার সঙ্গিগণ বহু লাঞ্ছনা ভোগ করিল অবশেষে অশ্বারোহিগণ চন্দ্রসেনকে পরিখার জলে নিক্ষেপ করিল। তাহার সঙ্গিগণ পলাইল । 帶 তখন মুদগগিরিগুন্মের সহস্ৰ অশ্বারেী পট্টমহাদেবীর শব বহন করিয়া গঙ্গাতীরে চলিল ।