পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ পরিচ্ছেদ >bペ) পক্ষে নিরাপদ নহে, তুমি কি স্থানান্তর গমনে প্রস্তুত আছ ?" যুবতী কহিল, “আপনি পিতা, যাহা আদেশ করিবেন তাহাই করিব।” ' “তবে নগর ত্যাগ কর । তোমার বহুমূল্য বসন দেখিলে তোমাকে সন্দেহ করিবে, বস্ত্র ত্যাগ করিয়া গৈরিক গ্রহণ কর।” রমণী পরিখাতীরে, বৃক্ষণ স্তরালে মহার্য অংশুক-বসন পরিত্যাগ করিয়া সন্ন্যাসাপ্রদত্ত গৈরিক বসন পরিধান করিল। বৃদ্ধ স্বহস্তে তাহার আজানুলম্বিত কেশরাশি মুণ্ডন করিয়া দিলেন । গৈরিক বসন পরিধান করিয়া মুণ্ডিত মস্তকে পরমেশ্বর পরমভট্টারক পরমবৈষ্ণৱ মহারাজাধিরাজ কুমারগুপ্তের পালিত কন্যা-যুবরাজ ভট্টারক স্কন্দ গুপ্তের ভাবী পত্নী, সামা ভিখারিণীর ছায়ু পাটলিপুত্র নগর পরিত্যাগ করিলেন । চতুর্দশ পরিচ্ছেদ سلسعي لم يؤسسعته লীলমণি বর্ষা প্রায় শেষ হইয়া আসিয়াছে, অনন্ত গিরিরাজির তুঙ্গ-শিখরমালায় তুষারাবরণের শুভ্র উষ্ণাষ স্ফীত হইয়া উঠিয়াছে,--হেমন্ত আগতপ্রায় । দ্বিতীয় হ্ৰণযুদ্ধও শেষ হইয়া আসিয়াছে। বাহুলীক ও কপিশার গিরিনদী ও উপত্যক বহিয়া আর্য্য মাগধ ও অনার্য্য হণের শোণিতধারা প্রবাহিত হইয়াছে। হুণজাউলপতিগণ স্বপ্নেও ভাবে নাই যে, স্বর্যাকরোজ্জল শস্তষ্ঠানল মগধবাসী এই তুষারুত্ব অনুৰ্ব্বর পাৰ্ব্বত্য উপত্যকায় দীর্ঘকাল অতিবাহিত করিতে পারিবে। প্রথম হ্রণযুদ্ধে জয়লাভ করিয়া সাম্রাজ্যের সেনা মগধে ফিরিয়া গিয়াছে মনে করিয়া, অল্পায়াসে বাহুলীক, কপিশা,