পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

གམ་ གམ་ ༢ করুণা সৰ্ব্বনাশ ईईएव ?" “হউক, তাহাতে আমাদিগের পরম লাভ।” “সে কি কথা ? সাম্রাজ্য গেলে শাসন করিব কি ?” “কেন, মগধ ” “মগধ অতি ক্ষুদ্র ” “তোমার আমার পক্ষে যথেষ্ট, চুণ যেমন শক্র, গোবিন্দ, দামোদর, স্কন্দ আর বৈষ্ণব-অভিজাত-সম্প্রদায় তেমনি শক্র, শত্রুবিনাশে শক্ৰ ক্ষয় হউক, সাম্রাজ্য রসাতলে যাউক, মগধের আধিপত্য থাকিলেই আমাদের যথেষ্ট ।” “প্রাচীন বিশ্ববিখ্যাত গুপ্তসাম্রাজ্য এমন করিয়া নষ্ট করিব ?” “ক্ষতি কি ?” “গুপ্তবংশ যে অনন্তার শ্বশুরবংশ ” “ইন্দ্রলেখে, এত মমতা কত দিন হইয়াছে ? মন্দমলয়ানিলের আকর্ষণ কি বাড়িয়াছেন কি ?” “লোকে বলিবে কি ?” “চিন্তা করিও না, সখি, ফন্তুঘশ মরিলে যেমন চন্দ্রসেন জুটিয়াছিল, বুড়া মরিলে তেমন করিয়া অনন্তার নুতন শ্বশুরবংশ জুটাইয়া দিব।” “আমি যাহা করিয়াছি তাহা করিয়াছি, অনন্তাকে যেন আর তাঙ্গ করিতে না হয়।” “পতিব্ৰতে, আরম্ভটা বড়ই মঙ্গলময় হইয়াছে।” “তুমিই ত, তাহার কারণ, প্রাসাদে যে দিন নৃত্য করিতে গিয়াছিলাম, তখন তোমারই আদেশে অনন্ত আমার সহিত গিয়াছিল।” “আমার আদেশ পালন না করিলে অনন্ত কি এত দিন আর্য্যাবৰ্ত্তে বসিত ? দেখ ইন্দ্রলেখে, পাপ পুণ্য, ধৰ্ম্ম অধৰ্ম্ম, সমস্তই মানুষের গঠন, আমিও মানুষ, তবে আমি নূতন করিয়া গড়িব না কেন ? আমার পাপ নুতন, পুণা নূতন, ধৰ্ম্ম নুতন, অধৰ্ম্ম নূতন । উত্তরাপথে ও দক্ষিণাপথে সদ্ধৰ্ম্ম পুনঃপ্রতিষ্ঠা করিবার জন্য আমি যাহা করিয়া গেলাম, তাহার জন্য ত্ৰিভূবন ত্রিকাল আমার যশোগান করিবে।” “দেখ হরিবল, আমি সামান্য গণিকা, বহু পাপ করিয়াছি, বহু মহাপাতকী দেখিয়াছি কিন্তু তোমার দ্যায় দেশদ্রোহী, ধৰ্ম্মদ্রোহী, মহাপাতকী কখনও দেখি নাই । ত্রিকালে ত্রিভুবন তোমার যশোগান করিবে না, তোমার নামে নিষ্ঠীবন পরিত্যাগ করবে। তুমি অনায়াসে স্বার্থসিদ্ধির জন্য বিশাল আর্য্যাবৰ্ত্ত, বিস্তৃত গুপ্তসাম্রাজ্য, পবিত্র পিতৃভূমি বৰ্ব্বর হণের হস্তে তুলিয়া দিতে চাও,