পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミやや করুণা স্কন্দ। শান্ত হও ভাই, সে অভাগিনী সত্য সত্যই জীবিত কি না— তাহার সন্ধান আবখ্যক । মাতা, তুমি কি সত্য সত্যই করুণাকে স্কুণহস্তে বন্দিনী দেখিয়াছ ? বৃদ্ধ । দেব, সত্য সত্যই তিনি হুণহস্তে বন্দিনী । স্কন্দ। তাঙ্গর পরে কি হইল ? বুদ্ধা । নগরের সমস্ত রূপসী যুবতী হুণরাজের আদেশে নগরমধ্যে প্রান্তরে নীত হইল। তৃণসেন তাহাদিগকে ভাগ করিয়া লইল, দেবী হুণরাজের পরিচর্য্যার জন্য নির্দিষ্ট হইলেন— স্কন্দ । মাতা, আর কি শুনাইবে, সম্রাটুপুত্ৰী বৰ্ব্বরের ক্রীতদাসী, মাতার মেহের পুত্তলী ইণকরস্পর্শে কলুষিতা–ক্ষণকাল অপেক্ষা কর, হৃদয় দুৰ্ব্বল হইয়া পড়িয়াছে—অপেক্ষা কর—মুহূৰ্ত্তমাত্র—সমস্তই শুনিব— পুরস্কার দিব—ভীত হইও না— বৃদ্ধা ! দেব, বিচলিত হইবেন না, দেবী কুশলে আছেন । হর্ষ। কি বলিলে ? বৃদ্ধ । আর্য্য, সত্য সত্যই দেবী কুশলে আছেন । স্কন্দ । ভাই, করুণ মরিল না কেন ? হর্ষ । ভীষণ সমস্তা— বন্ধুবৰ্ম্ম । স্কন্দ, তোমরা উভয়েই কাতর হইয়া পড়িয়াছ, সকল কথা শুনিয়া যাহা উচিত বিবেচনা কর, করিও । স্কন্দ। তাহার পর কি হইল ? বৃদ্ধ । রজনীর দ্বিতীয় প্রহরে চূণসেন যখন নগরে অগ্নিপ্রয়োগ করিল, তখন হুণরাজ দেবীর অঙ্গ স্পর্শ করিবার চেষ্টা করিয়াছিল। র্তাহার বসনাঞ্চল আকর্ষণ করিলে দেবী অকস্মাৎ আকাশের দিকে হস্ত প্রসারণ করিয়া যেন কাহাকে আহবান করিলেন, কোনও অদৃষ্টশক্তি আসিয়া । হণরাজকে দশহস্ত দূরে নিক্ষেপ করিল, সঙ্গে সঙ্গে দ্বিগুণতর বেগে