পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミやミ করুণা সহসা পশ্চাৎ হইতে উচ্চারিত হইল, “মহারাজপুত্র, যুবরাজ একাকী পাটলিপুত্রে যাইবেন না, আমরাও যাইব ।” বিস্মিত হইয়া মহারাজপুত্র চাহিয়া দেখিলেন, চর্য গুপ্ত, বন্ধুবৰ্ম্মা চক্রপালিত, আদিত্যবৰ্ম্মা, দেবধর ও বিষ্ণুগুপ্ত শ্রেণীবদ্ধ হইয়া দাড়াইয়া আছেন, তাহাদিগের কোষমুক্ত অসি শিরস্ত্রাণ চুম্বন করিয়াছে । দ্বাদশ পরিচ্ছেদ ఢిప్లొ-ఫిస్తాక శ~{ణ মদনিক। পাটলিপুত্রের উপকণ্ঠে বিস্তৃত উদ্যানমধ্যে রমণীয় অট্টালিকার সম্মুখে বিগতযৌবনা রমণীযুগল সুখাসনে বসিয়া কথালাপ করিতেছিল। তখন মার্ভ গুদেব অস্তাচলে আশ্রয় গ্রহণ করিয়াছেন । বসন্তের অপরাহ্লে স্নিগ্ধ শীতলবায়ু বতিতে আরম্ভ করিয়াছে, তথাপি দুই জন দাসী রমণীদ্বয়কে ব্যজন করিতেছে। তাহাদিগের সম্মুখে হস্তীদন্তনিৰ্ম্মিত আসনে নানাবিধ কাচপাত্রে বিবিধ বর্ণের মদিরা সজ্জিত আছে, মধ্যে মধ্যে একটি পরমাসুন্দরী তরুণী ক্রীতদাসী সুবর্ণপাত্রে মদিরা ঢালিয়া পূৰ্ব্বোক্ত রমণীদ্বয়ের হস্তে প্রদান করিতেছে, তাহারা অলসের ন্যায় সুখাসনে অঙ্গ ঢালিয়া দিয়াছে। তাগদিগের মধ্যে একটি রমণী কম্বুকণ্ঠ প্রসারণ করিয়া কহিল, "সখি, অনন্তার পুত্ৰ কত বড় হইয়াছে ?” দ্বিতীয়া কহিল, “ছয় মাসের ।” “কে জানিত অনন্তা রাজমাতা হইবে । তোমরা যখন কপোতিক সঙ্ঘারামে থাকিতে, তখন অনস্তার রূপ দেখিয় পথের লোক চমকিত হইত। ইন্দ্রা, অনন্তার পুত্র যখন রাজা হইবে, তখন না জানি তুমি কি করিবে ?” “রাজা হইবে কি না কেমন করিয়া বলিব ভাই ?” “কেন ?” “কণ্টক