পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছে ○ミ○ হইল, দিবসের দ্বিতীয় প্রহরে উদরপরায়ণ ভারু গৌড়বাসী ঋষভ তনুত্যাগ করিল। নিশ্চল৷ পাষাণ প্রতিমার ন্যায় করুণা ঋষভের, মস্তক উংসঙ্গে লইয়া বসিয়াছিলেন ; শ্বাস রুদ্ধ হইলে কুণপুরোহিত কুণরাজকে ডাকিয়! অনিলেন, হণসেন মথুরানগর ধ্বংস করিয়া কাষ্ঠসংগ্ৰহ করিয়া আনিল, কালিন্দা-তারে বিশাল চিতা সজ্জিত হইল, মহাসমারোহে কুণদেবীর অনুচর গোঁড়ায় ব্রাহ্মণের দেহ ভক্ষ্মীভূত হইল । চিত ধৌত করিয়া যমুনা-তারে দাড়াইয়া করুণা হুণরাজকে আহবান করিলেন। সন্ধ্যার প্রাক্কালে দহমান মথুরানগরের পরপারে ভূণরাজ নতজানু হুইয়া হণদেবীকে প্রণাম করিলেন । করুণা কছিলেন, “পুল, আমি গৌড়ে যাইব ।” বিস্মিত হইয়া চুণরাজ জিজ্ঞাসা করিলেন, “ੱੋ ? সে কোন দিকে ?” “তাহা বলিতে পারি না।” “ঘে দিকেই গোড় হউক, দেবীর আদেশ প্রতিপালিত হইবে।” পরদিন প্রভাতে সন্ধান লইয়া হুণরাজ গোঁড়াভিমুখে যাত্রা করিলেন, তখন গুপ্ত সাম্রাজ্যের অধঃপতনের শেষ পর্য্যায় আরম্ভ হইল । পঞ্চম পরিচ্ছেদ سه دسته تقسیم چسه শূকরক্ষেত্রে শুভ্ৰবসনপরিহিত যুবা ঘোররবে হাসিয়া উঠিল, তাহ শুনিয়া মহারাজপুত্র শিহরিয়া উঠিলেন,"সে কহিল, “ভাবিয়াছিল ইচ্ছা করিলেই