পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ HOS বাড়ী গেল, হণের সম্মুখে মথুরানগর আর শমন-সদন একই কথা । তুই রাজপুত্ৰ, তোর যুদ্ধে যাইবার কি প্রয়োজন ? এই যে মরিলি কাঙ্গর লাভ হইল, কেবল শক্ৰ হাসিল ।” “কি আশ্চর্য ভাই, যে রাজার রাজা রক্ষা করিতে গিয়া ভাই মরিল, পুত্ৰ মরিল,সেই রাজাই কিনা তাঙ্গাদের মরণ উপলক্ষ করিয়া মহোৎসবে তাদেশ দিলেন go" “আরে সে রাজা কি আদেশ দিয়াছেন ? আদেশ দিয়াছে অনন্তার বানর ” “চুপ, চুপ, এখনই কে শুনিতে পাইবে, চারিদিকেই চরিবলের চর ঘুরিয়া বেড়াইতেছে।” নাগরিকদ্বয়ের পাশ্ব দিয়া দৃষ্ট জন পথিক চলিয়া যাইতেছিল, তাহারা তাতাদের কথা শুনিয়া ঈমং দূরে দাড়াইল, তখন প্রথম নাগরিক বলিতেছে, *আর ভূ'ট ছোড়া কোথা গেল বল দেখি ?” * “ওরে, হর্ষ গুপ্ত বড় বাপের বেটা— সি প্রার ধারে সুদ্ধ কাকাকে বলে প্রথম দেখিয়াছিলাম । পিতা দেশ রক্ষা করিতে গিয়া যুদ্ধে মরিয়াছে, হর্ষগুপ্তের মত পুত্র কি তাঙ্গ শুনিয়া স্থির থাকিতে পারে? সেও মরিতে গিয়াছে।” “নগরে কিন্তু একজন ও সেনা নাই ?” “সমস্ত সৈন্তাই নে মঙ্গরাজ-পুত্র ও BBBBB BBB BB BB S BBB BB B BBBS BBBS BBB B হরিবল মঙ্গরাজ-পুত্র আর সুবরাজকে কি অবশিষ্ট রাখিত ? ভাই, সি প্রার ধারে ও শুভ্ৰমতী-তীরে কুমার গুপ্ত ও গোবিন্দ গুপ্তকে এক সঙ্গে যুদ্ধ করিতে দেখিয়াছি, আজি সেই গোবিন্দগুপ্ত মরিয়াছে আর সেই কুমার গুপ্ত উৎসবে উন্ম হু কষ্টয়াছে।” i. পথিকদ্বয় তখন ও দাড়াইয়াছিল, এই সময় তাঙ্গাদিগের মধ্যে একজন প্রথম নাগরিককে জিজ্ঞাসা করিল, “মঙ্গশয়, আজি কি মহোদয়-নগরে উৎসব হইবে ?” নাগরিক কহিল, “হঁ৷ ” “কি উৎসব হইবে ?” “সমস্ত নগর আলোকমালায় ভূষিত হুইবে আর নৰ্ত্তকীরা পথে পথে নৃত্য করিয়া বেড়াইবে ।” “হণসেনা কি পরাজিত হইয়াছে?” “না, শুনিয়াছি তাহারা মথুরা পর্যন্ত আসিয়াছে |” “তবে কি জন্য উৎসব হইবে ?”