পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ - 'VQ S একচ্ছত্র অধিপতি উপস্থিত ।” তাঙ্গর কথা শুনিয়া শত শত সৈনিক সহস্ৰ সহস্ৰ নাগরিক উল্লাসে চাংকার করিয়া উঠিল, ' প্রাকার ত্যাগ করিয়া নাগরিক ও সৈনিকগণ দলে দলে জীণ-বসনপরিচিত নগ্নপদ, নগ্নশীৰ্ষ হবার সম্মুখে ন জালু ষ্টল। অবরোধবাসিনী রমণীগণ অন্ত:পর পরিত্যাগ করিয়া প্রকাশু রাজপথের ধুলায় ভূমিষ্ট ষ্ট্ৰয়া ভিখারীকে প্ৰণাম করিল । গতি রুদ্ধ হইল, স্কন্ধগুপ্ত, বন্ধুবন্ম ও চক্রপালিত স্তির তই যু: দাড়াইলেন । সহসা নাগরিক ও সৈন্তগণ সসন্ত্রমে পথ ছাড়িয়া দিল । স্কন্দ গুপ্ত দেখিলেন, জনৈক দীর্ঘাকার, শুভ্রকেশ বৃদ্ধ সুদীর্ঘ ত্ৰিশূলে ভর দিয়া পীরে BB BBBB DDBBBS BBBB BBBB BBBBB BB DDD S BBS নিকটে আসিয়া ত্রিশূল দূরে নিক্ষেপ করিলেন এবং অসি কোষমুক্ত করিয়া তাঙ্গ শুভ্ৰ কেশে স্পর্শ করাষ্টলেন, ধীরে ধীরে অশীতিপর বৃদ্ধ সেই নগ্নশর্ম, নগ্নপদ, ছিন্নবাস-পরিচিত সুবার সম্মুখে নতজান্ত হইলেন, সঙ্গে সঙ্গে - ৩ শত সহস্ৰ সহস্র সৈনিক, নাগরিক ও কুলমতিলা নতজান্ত হইল । ভিখারীর পদ প্রান্তে আসি রক্ষা করিয়া বৃদ্ধ অতি ধীরে উঠিয়া দাড়াইলেন, তথন আগন্তুকত্রয় তাহার পাদ বন্দনা করিলেন, জয়ধ্বনি ও মঙ্গলধ্বনি মিশ্রিত হইয়া গগন বিদীর্ণ করিল। ভিখারী সম্রাটুকে আলিঙ্গন করিয়া বৃদ্ধ আবেগরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, “পুত্র, জানিতাম, তুমি আসিবে, আমার মন বলিয়াছিল যে, এমন করিয়া সমুদ্রগুপ্তের রাজ্য ধ্বংস হইবে না। শুনিয়াছি কুমার গিয়াছে, শুনিয়াছি গোবিন্দ নিরুদেশ, তথাপি জানিতাম, তুমি ফিরিবে । এই হস্ত' একদিন শিশু কুমারগুপ্তকে অসি ধারণ করাইয়াছিল, বালক অগ্নিগুপ্তের ধনুতে জ্যারোপণ করিয়াছিল, তাহারা গিয়াছে, কিন্তু বৃদ্ধ স্থাণুদত্ত এখনও জীবিত আছে। মহারাজাধিরাজ প্রাচীন প্রতিষ্ঠানপুবে অধ্য গ্রহণ কর, বৃদ্ধ স্থাণুদত্ত স্বামিধৰ্ম্ম বিস্তৃত হয় নাই। মহারাজাধিরাজ, সমুনা, সিপ্রা ও শুভ্ৰামতীতীরে বৃদ্ধ স্থাণুদস্তু