পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় ৯৫৯ মৃত্যুমুখে পতিত হইলে তাহার পোষ্য-পুত্র কুমার শ্রীশচন্দ্র রায় মীর রাজের উত্তরাধিকারী হন। • s" ، স্ত্রীশচন্দ্র, স্বীয় চেষ্টায় উখড়া পরগণার কতকাংশ উদ্ধার করেন। তিনি পারস্য ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত এবং হিন্দু সঙ্গীতের উৎসাহদাতা ছিলেন । নামাৰিখ সৎকার্ধ্যে অর্থব্যয় করিয়া তিনি যশস্বী হুইয়া গিয়াছেন। কৃষ্ণনগরকলেজের স্থাপনার সময় তিনি প্রচুর অর্থসাহায্য করিয়াছিলেন। কুর্মার ঐশ্চজ গবর্ণমেণ্টের নিকট হইতে “মহারাজা-বাহাদুর" উপাধি প্রাপ্ত হন। তিনি ৩৮ বৎসর বয়সে মৃত্যুমুখে পতিত হইলে তাহার পুত্র সতীশচন্দ্র উত্তরাধিকারী হন । রাজা সতীশচন্দ্র ১৮৭০ অবোর অক্টোবর মাসে, মসৌরীতে প্রাণত্যাগ করেন। তিনি অপুলক ছিলেন। র্তাহার মৃত্যুর পর তাহার কনিষ্ঠাপত্নী রাণী ভূবনেশ্বরী ক্ষিতীশ্চন্দ্রকে পোষ্যপুত্র গ্রহণ করেন। কুমার ক্ষিতীশচজ রায় নাবালক থাকায়, রাণীর জমিদারী কোর্ট অব ওয়ার্ডসের হস্তে ষায় । বর্তমানে রাজকুমার ক্ষেীণীশচন্দ্র রায়, এই ইতিহাসবিশ্রুত নদীয়া-রাজ্যের অধিকারী। মহারাজা ক্ষেীণীক্ষঙ্গ বিদ্যোৎসাহী সুশিক্ষিত ও সৎকর্থে উৎসাহশীল । কাশীমবাজার রাজবংশ। f এই স্বপ্রসিদ্ধ রাজবংশ, দেওয়ান কৃষ্ণকান্ত নী—ওরফে কাস্তবাবু, কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছিল। কাস্তবাবু বঙ্গের প্রথম গবর্নর-জেনারেল ওয়ারেণ হেষ্টিংসের অনুগ্রহে প্রচুর বিত্তশালী হইয়া, বিখ্যাত হইয় উঠেন। পূৰ্ব্বে, মিঃ ওয়ারেণ হেষ্টিংস, যখন ইংরাজের কাশিমবাজারের বাণিজ্য-কুঠার অধ্যক্ষ ছিলেন, সেই সময় সবাব সিরাজউদ্দৌলা কুঠী আক্রমণ করিয়া হেষ্টিংস প্রভৃতিকে কারারুদ্ধ করেন। কিন্তু হেষ্টিংস কোন উপায়ে পলায়ন করিয়া, কাস্তবাবুর নিকট সাহায্যপ্রার্থী হন। ছেটিংসের এই ছঃসময়ে, কাণ্ডবাৰু তাহার কলিকাতায় পলায়নের উপায় করিয়া দেওয়ায় এবং নিরাপদ স্থাৰে , লুকাইয়া রাখায়, হেষ্টিংস উপহার প্রতি একান্ত কৃতজ্ঞ হন। অতঃপর ১৭৭২ ই অৰে যখন তিনি বঙ্গের শাসনকর্তা নিযুক্ত হন, তখন কাস্তবাবুকে তাহার দেওয়ানের পদ প্রদান করেন। * দেওয়ান কৃষ্ণকান্ত নন্দী, গবর্ণমেণ্টের নানাকাৰ্য্য বিশেষ দক্ষতার সহিত সম্পন্ন করায় এবং অসাধারণ রাজভক্তির পরিচয় দেওয়ায়, মিঃ হেষ্টিংস তাহকে গাজীপুর ও আজিমগড় জেলার অবস্থিত ছহীৱেহার"