পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*. কলিকাতা সেকালের ও একালের । জাল ৰলিয়া সাব্যক্ত হয় এবং সমন্ড সম্পত্তি মহারাজ তেজজের পোষ্যপুত্র মহতাৰ-চক্সকে প্রদণ্ড হয়। এই “জাল-প্রতাপচাদের” ব্যাপার লইয়া তখন এক মহা হুলস্থৰ হইয়াছিল। সঞ্জীববাবুর জাল প্রভাপটাঙ্গ পুস্তকে ইহাক . প্রচুর বিবরণ অাছে। . মহারাজাধিরাজ মহতাবচক্স বাহাদুর বঙ্গদেশের শ্ৰেষ্ঠ জমিদার ছিলেন। ১৮৪৭ খ্ৰীঃ অব্দের ৯ই এপ্রিল তারিখে একটী দরবার করিয়া ইংরাজ গবর্ণমেষ্ট তাহাকে “মহারাজাধিরাজ-বাহাদুর" উপাধি প্রদান করেন । প"ওভাল বিপ্লবের সঙ্কটকালে এবং সিপাহী বিদ্রোহের সময় মহারাজাধিরাজ মহাভাৰষ্টাদ, বিশ্বস্তভাবে ইংরাজ গবর্ণমেণ্টকে সাহায্য করিয়াছিলেন। তিনি ১৮৭৭ খৃঃ অব্দের ১লা জানুয়ারী তারিখে দিল্লী-দরবারে, তাহার औविङकांटणग्न छछ २७भै कjभांन-शदनिन्न जशांनी लांऊ कान्नन । ठिनि মহারাণী ভিক্টোরিয়ার একটা শ্বেতপ্রস্তরমূৰ্ত্তি এসিয়াটিক সোসাইটকে উপস্থার স্বরূপ প্রদান করেন। তদানীন্তন বড়লাট লর্ড जिल्लेन এই মূৰ্ত্তির আবরণ উন্মোচন করিয়াছিলেন । ইহা এখনও কলিকতার মিউজিয়ম গৃহে বৰ্ত্তমান আছে। : মহারাজ মহাতাপচাদ বৰ্দ্ধমান রাজ্যের ও নগরের অনেক উন্নতি করিয়া গিয়াছেন। তিনি বঙ্গ-সাহিত্যের উৎসাহদাতা ছিলেন। বহু অর্থ ব্যয় করিয়া, তিনি অষ্টাদশ পৰ্ব্ব মহাভারতের এক বঙ্গানুবাদ প্রচার করেন। ইহা বৰমান-রাজবাটীর মহাভারত” বলিয়া সাধারণে পরিচিত। কালনার সমাজবাটীতে মহারাজ মহাতাপচঞ্জের একটা মুন্দর স্বতিচিহ্ন আছে । তাহা দেখিবার জিনিস । গুহের মৃত্যুর পর মহারাজ আফতাবটাদ বর্ধমানের সিংহাসনে আরোৰুণু করেন । মহারাজ আফতাব খুশিক্ষিত, সৎকৰ্ম্মপরায়ণ ও সাধারণ হিতকর কার্ঘ্যে মনোযোগী ছিলেন। কিন্তু অতি তরুণ বয়সে, তিনি ইহলোক ত্যাগ মহারাজাধিরাজ স্যর বিজয়চাদ মহাতাপ বাহাদুর, মহারাজ আকতাপ টাদের মৃত্যুর পর, বর্ধমান সিংহাসনে অধিরোহণ করেন (১৮৮৭ খৃঃ অৰ ২৬ জুলাই)। এই তরুণবয়স্ক মহারাজই গবর্ণমেণ্টের নিকট স্থায়ীভাবে মহারাঙ্গাধিরাজ বাহাদুর উপাধি লাভ করিয়াছেন। বর্ধমানের বর্তমান অধিপতি, মহারাজাধিরাজ বিজয়টা মুহাতাপ বাহাদুর, একজন উচ্চশিক্ষিত, সৰ্ব্ববিধ স্বৎকার্য্যের সমর্থক এবং উৎসাহঙ্কাত ও সৰ্ব্বজন পরিচিত রাজ্যেশ্বর । বৰ্ত্তমান