পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । తుక স্থানের প্রসিদ্ধ গায়ক ও বাদকগণ ভূঁাহার সঙ্গীত-সভায় জাপিতেন। ইহার কালোয়াতী দেখাইয় গোপীমোহনের নিকট প্রচুর পুরস্কার লাভ করিতেন, অথবা বেতনভোগীরূপে র্তাহীর দ্বারা প্রতিপালিত হইতেন। রাধাগোয়াল, সেকালের একজন প্রসিদ্ধ লাঠিবাজ ও কুস্তিগীর । এই রাধাগোয়ালা, গোপীমোহনের বেতনভোগী ভূত্য ছিল। প্রাচীন কলিকাতার সুপ্রসিদ্ধ ব্যারেটাে কোম্পানীর স্বত্বাধিকারী—ব্যারেটে সাহেবের সহিত, গোপীমোহনের খুব বন্ধুত্ব ছিল । বু্যারেটোও তাহার বন্ধু গোপীমোহন ঠাকুরের স্তায় পালোয়ান পুষিয়া, তাহীদের লড়াই দেখিতে ভাল ধাসিতেন। তিনি প্রায়ই গোপীমোহনের স্ব’ৰ্ডার বাঙ্গানে উপস্থিত, থাকিয়া, তাহার ও গোপীমোহনের অধীনস্থ পালোয়ানদের দ্বন্দ্বযুদ্ধ দেখিতেন। এই পালোয়ানদের মধ্যে রাধাগোয়ালাই শ্রেষ্ঠ ছিল । গোপীমোহন তাহাকে বড় ভাল বাসিতেন । র্তাহার মৃত্যুর পরও, রাধাগোয়াল} র্তাহার বংশধরগণের নিকট নিয়মিত বৃত্তি পাইয়াছিল। লখেকাণ বা লক্ষ্মীকান্ত, সে সময়ে বিড়গপূর্ণ কবিতারচনার জন্য বড়ই প্রসিদ্ধ ছিলেন। কালীমির্জা, সেকালের একজন প্রসিদ্ধ গায়ক । এই দুই জনই গোপীমোহনের সভা অলঙ্কত করেন। নানাবিধ সৎকার্য্যে গোপীমোহনের দান ছিল। কন্যাদায়, মাতৃদায়, পিতৃদায়গ্রন্থগণকে সাহায্য করা, অধ্যাপকগণকে বৃত্তিদান করা, সংস্কৃতজ্ঞ পণ্ডিতগণকে উৎসাহ দান করায়, তিনি কখন এ কৃপণতা করেন নাই । একবার তিনি রাজসাহী জেলার এক জমীদারী ক্রয় করেন। তাহীর দেওয়ান গোন্দলপাড়া নিবাসী স্বৰ্গীয় রামমোহন মুখোপাধ্যায় মহাশয়ের চেষ্টায় এই জমীদারী খানি তিনি অতি অল্প মূল্যে কিনিতে সক্ষম হন । কিন্তু পরিশেষে রামমোহনের প্রভুভক্তির পুরষ্কার স্বরূপ, এই নবক্রীত জমীদারী তিনি তাহাকেই দান করেন। এখনও রামমোহনের বংশধরেরা এই জমীদারীর স্বত্ত্বভোগ করিয়া আসিতেছেন। csstitutes, argifo fosoforo Hereditary Governor পদে নিযুক্ত ছিলেন । এই হিন্দুকলেজের পরীক্ষোৰ্ত্তীর্ণ ছাত্রদের উপকারার্থে তিনি অনেক বৃত্তি ব্যবস্থা করিয়া যান। * অনেক দরিদ্র অর্থহীন ছাত্র, তাহার ব্যয়ে প্রতিপালিত হইত। - , শোভাবাজারের রাজা রাজকৃষ্ণের সহিত গোপীমোহনের যথেষ্ট বন্ধুত্ব हिण। ॐ छब्र दकूदछ: शांश्रङ्गैौ विनिभन्न फब्रिञ्च अकूरुषtज अॉवक इन ।