পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকতা সেকালের ও একালের। سbو٭ শূদ্রমণি মহাশয় কর-যোড় করি দেখেন রাজার মনে, আনন্দ লহরী। রাজা বলে ওহে তুমি যে কাৰ্য্য করিলা তার পরিতোষ তুমি লহ এই বেলা। ” 豪 彝 崇 彎 তার পর রাজা কহে বালকের জন্য দেখ এক জমীদারী যার কর শূন্ত । বড়িশা আদি নানা পরগণ স্থির হ’ল শিব-শক্তির অদূরে বড়িশায় রছিল। যেই মত গল্প শুনি, সেই মত গাই সত্য মিথ্যা যাহা হউক, এই মত পাই । তার পর গুরু পুত্ৰ উপনীত হ’ল সমাদৃত জমীদার, বিবাহ করিল। { সাবর্ণচৌধুরী ও জামাটের গাঙ্গুলীর মহিমাকীৰ্ত্তন। “ক্রমে আমাটে-গাঙ্গলী হল ছিন্ন ভিন্ন খড়দহে গাঙ্গ চতুষ্টয়ে বেগে প্রামাণ্য। নিম্নকুলে কেহ যায়, কুলেতে মালিন্য মূল হল স্ববিদ্যা আর বিনয় সৌজন্য । জীয়ে প্রভৃতি সপ্তক, না পেয়ে মর্য্যাদা দেশত্যাগী সঙ্গীন, চিন্তাকুল সদা । নিৰ্ব্বেদেতে জীয়ে হল চির কাশীবাসী বিদ্যা-ব্রাহ্মণা যে দেখে দণ্ডী অস্তেবাসী । জীয়ে শিষ্য প্রশিষ্য, যতেক নারায়ণ তা দেখি মানসিংহের ভক্তি অগণন । তাই মানসিংহ ৰ্তার, অতিশয় ভক্ত তার শিক্ষা-দীক্ষার ত্রিতাপে অনাসক্ত । গুরুর আশীষে শিষ্য মানবেতে সিংহ ভারতজয়ী হইল সে রাজা মানসিংহ। . * গুরুপুত্র লক্ষ্মীকান্তকে অন্বেষণ করিয়া বাড়ির করিবার পুরষ্কার স্বরূপ শুদ্ৰমণি মানসিংহের নিকট রাজা উপাধি ও জমীদ।ী, প্রাপ্ত হন। + ঘটকারিকা হইতে উদ্ধত ।